শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

এক পলক

সেই শিক্ষক বরখাস্ত

ছাত্রকে পিটানোর অপরাধে লালমানিরহাটের সেই শিক্ষক আব্দুল আউয়ালকে বৃহস্পতিবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসারকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।  মঙ্গলবার লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্র নগর ইউনিয়নের রমাকান্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আউয়াল ক্লাস চলাকালীন ৫ম শ্রেণির ছাত্র কামরুল হাসানকে তুচ্ছ কারণে এলোপাতাড়ি কিল-ঘুষি ও জুতা দিয়ে লাথি মারে। এ সময় তার মুখ দিয়ে ফেনা বের হতে থাকলে শিক্ষক আউয়াল সটকে পড়েন। —লালমনিরহাট প্রতিনিধি

স্বপ্নের সেতুর ভিত্তিপ্রস্তর

ঢাকার ধামরাই ও সাভারের বন্ধন আরো কাছে আনতে ভাড়ারিয়া ইউনিয়নের কাকরান বংশী নদীর উপর  কাঙ্ক্ষিত সেই স্বপ্নের সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। গতকাল কাকরান দাখিল মাদ্রাসা মাঠে বংশী নদীর পাড়ে হাজারো জনতার উপস্থিতিতে স্থানীয় এমপি এমএ মালেক এর উদ্বোধন করেন। সেতুটির দৈর্ঘ্য ৩০০.৩৩ মিটার। অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান শাল-আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ফিরোজ কবীর, মোহাদ্দেছ হোসেন, মাহতাব আলম, খায়রুল ইসলাম প্রমুখ। এমপি এমএ মালেক বলেন, গত তিন বছরে ধামরাইয়ের বিভিন্ন স্থানের বংশী নদীর উপর প্রায় আঠারটি সেতু নির্মাণ করা হয়েছে। —ধামরাই প্রতিনিধি

বাঞ্ছারামপুরে কুস্তিতে অলি বলি জয়ী

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গতকাল কুস্তি প্রতিযোগিতার ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন বাঞ্ছারামপুর উপজেলার বাহেরচর গ্রামের অলিউল্লাহ অলি বলি। এই নিয়ে তিনি টানা ৭ বার চ্যাম্পিয়ন হলেন। এর আগে গত বছর তিনি চট্টগ্রামের জব্বারের বলি খেলায় চ্যাম্পিয়ন হন। প্রতিযোগিতায় ৪৫ জন প্রতিযোগী অংশ নেন। বাঞ্ছারামপুর যুবসমাজ এসএম পাইলট হাইস্কুল মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করে। উপজেলা ভাইস চেয়ারম্যান মিন্টু রনজন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঞ্ছারামপুর পৌরমেয়র খলিলুর রহমান টিপু মোল্লা। রেফারীর দায়িত্বে ছিলেন ইমান উদ্দিন।

—বাঞ্ছারামপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর