মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মাগুরায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ঘে আহত ৩০, হামলা ভাঙচুর

মাগুরা প্রতিনিধি

মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের বালিদিয়া দক্ষিণ পাড়া গ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছে। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত সংঘর্ষকালে ৩০টি বাড়ি-ঘরে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। সাড়ে চার ঘণ্টা চেষ্টা চালিয়ে পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বালিদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান  আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান মিনা ও ইউনুস আলী সরদারের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছে। এই বিরোধের জেরে গতকাল সকালে ইউনুসের সমর্থক ইউসুফ মোল্যার জামাই গোলাপ মিয়ার স্ত্রী রেবেকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুর করে মফিজুর রহমানের লোকজন। এক পর্যায়ে ইউনুস সমথর্করা দেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মফিজুর রহমানের লোকজনের ওপর হামলা চালালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের প্রায় ৩০টি বসতঘরে হামলা ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এতে নারী শিশু ও বৃদ্ধসহ অন্তত ৩৫ জন আহত হয়। গুরুতর আহত ২০ জনকে মহম্মদপুর, মাগুরা ও ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের মধ্যে রয়েছেন আজগার (৩০), ফিরোজ মৃধা (৫০), ইতি (২৫), আতিয়ার মোল্যা (৩৫), ওমর শিকদার (৩০), বকুল মোল্যা (৬০), মোস্তফা (৫০), ইদ্রিস মিনা (৩৫), কাজল মিনা (১৮), হারিম মিনা (৫০), লিটন মিনা (৩০), শরিফুল মিনা (৩৫), নাজমুল মিনা (২০) ও সামাদ মোল্যা (৪০)। মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১০৮ রাউন্ড রাবার বুলেট ও ১৬ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। এলাকায় অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর