সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

এক পলক

মেয়াদোত্তীর্ণ ওষুধ

ফার্মেসিকে আলটিমেটাম

নেত্রকোনা শহরের ছোটবাজারে চিত্রা ফার্মেসির বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ অখ্যাত কোম্পানির ওষুধ ও নেশাজাতীয় ইঞ্জেকশন, ট্যাবলেট বিক্রির অভিযোগে গতকাল অভিযান চালিয়েছে মেডিকেল টিম। অভিযান পরিচালনা করেন জেলা সিভিল সার্জন। অভিযোগের প্রমাণ পাওয়ায় সার্টিফিকেটধারী ফার্মাসিস্ট, বৈধ সব কাগজপত্রসহ মেয়াদোত্তীর্ণ ওষুধ ৭২ ঘণ্টার মধ্যে সিভিল সার্জন দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেয় অভিযানকারী দল। জানা যায়, দীর্ঘদিন ধরে চিত্রা মেডিকেলসহ শহরের বিভিন্ন ফার্মেসিতে অবাধে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও নেশাজাতীয় ট্যাবলেট বিক্রি করে আসছে। রোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতেই মেডিকল টিম চিত্রা মেডিকেল হলে এ অভিযান চালায়।

—নেত্রকোনা প্রতিনিধি

চাঁদার দাবিতে হামলা

লক্ষ্মীপুরের রায়পুরে চাঁদার দাবিতে আনোয়ার হোসেন খান নামে এক নিরীহ ব্যবসায়ীর দোকানে হামলা, ভাঙচুর, লুটপাটের ঘটনা ঘটেছে। বাধা দেওয়ায় নারী ও শিশুসহ পাঁচজনকে পিটিয়ে আহত করা হয়েছে। রবিবার উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চর ইন্দুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

—রায়পুর প্রতিনিধি

ট্রেনে কাটা পড়ে মৃত্যু

নগরীর আকবরশাহ থানাধীন কর্নেল হাটের পেছনে ট্রেনে কাটা পড়ে ফারুক নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। আকবর শাহ থানার এসআই নুরুল আলম জানান, শাহিপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনে ফারুকের মরদেহ পাওয়া যায়। —নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর