মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা

পদোন্নতি পেলেন দুর্নীতি মামলার চার কর্মকর্তা!

নিজস্ব প্রতিবেদক, রংপুর

পদোন্নতি পেলেন দুর্নীতি মামলার চার কর্মকর্তা!

দুর্নীতির মামলায় অভিযোগপত্রভুক্ত চার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো তাদের পদোন্নতি দিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত রবিবার সন্ধ্যায় সিন্ডিকেটের ৫৩তম সভায় উপ-রেজিস্ট্রার শাহজাহান আলী মণ্ডলকে অতিরিক্ত রেজিস্ট্রার, উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এটিজিএম গোলাম ফিরোজকে অতিরিক্ত পরিচালক, সহকারী রেজিস্ট্রার মোর্শেদ উল আলম রনিকে উপ-রেজিস্ট্রার এবং সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার আশরাফুল আলমকে উপ-পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এই চারজনই দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। গত ১৯ মার্চ দুদক সমন্বিত রংপুর জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক আকবর আলী এই চার কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল জলিল মিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। দুর্নীতির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি উপাচার্য আবদুল জলিল মিয়াকে অব্যাহতিও দিয়েছেন।  পদোন্নতির এ ঘটনায় শিক্ষক-কর্মকর্তাদের মধ্যে দারুণ ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের একটি বড় অংশ এই পাঁচ আসামির দুর্নীতির বিচার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করেছেন।

সর্বশেষ খবর