শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

বিএনপি-পুলিশ সংঘর্ষে মামলা, গ্রেফতার ১৪

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে বিএনপি-পুলিশ সংঘর্ষ ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় গতকাল সুধারাম থানার এসআই নেফাল চন্দ্র মামলা করেছেন। ১১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত এক হাজার লোককে আসামি করা হয়েছে। এ মামলায় গ্রেফতার হয়েছেন ১৪ জন।  গ্রেফতাররা হলেন— জেলা যুবদল সভাপতি মাহবুব আলমগীর আলো, সদর থান বিএনপি সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, আলমামুন, জায়েদ উল্যা, মিজান, সোহেল, সাহাব উদ্দিন, রায়হান, আবুল কাসেম, আবদুল মাজেদ, আনোয়ার হোসেন, তাজুল ইসলাম, আবুল বশার ও ইকবাল হোসেন। এদের গতকাল বিকালে আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, খালেদা জিয়াসহ নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে নোয়াখালীর মাইজদীতে বুধবার বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় পুলিশ বাধা দিলে উভয়পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শর্টগানের গুলি ছুঁড়ে। আহত হন তিন পুলিশ সদস্যসহ ২০ জন।

সর্বশেষ খবর