শিরোনাম
শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

এক পলক

চিকিত্সককে হাতুড়িপেটা

ব্যবসায়িক আধিপত্যের জেরে রূপগঞ্জে এক পল্লী চিকিত্সককে সন্ত্রাসীরা বেধড়ক হাতুড়িপেটা করেছে। এ ঘটনায় মামলা দায়ের করা হলে ওই ব্যবসায়ীকে আগুনে পুড়িয়ে হত্যা করার হুমকিও দিচ্ছে সন্ত্রাসীরা। বুধবার রাতে কাঞ্চন পৌরসভার মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত দেওয়ান কবির আহম্মেদ জজ কেরাব এলাকার মুক্তিযোদ্ধা মৃত দেওয়ান জসিমের ছেলে।

 —রূপগঞ্জ প্রতিনিধি

স্কুলছাত্র নিখোঁজ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র জীবন দেবনাথ (১১) প্রায় দুই মাস নিখোঁজ রয়েছে। জীবন নাসিরনগর সদর ইউনিয়নের কুলিকুন্ডা গ্রামের নিরঞ্জন দেবনাথের ছেলে। তার সন্ধান পেলে ০১৭৬০-৯২০৫৩২ নম্বরে খবর দেওয়ার জন্য অনুরোধ করেন তার বাবা নিরঞ্জন দেবনাথ।

—ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

মেম্বারের ওপর হামলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক সেবনসহ অসামাজিক কাজে বাধা দেওয়ায় সন্ত্রাসীরা মাকসুদা আক্তার নামে এক ইউপি সদস্যের ওপর হামলাসহ নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে হামলা ও নির্যাতনকারীদের আসামি করে রূপগঞ্জ থানায় মামলা হয়েছে। এর আগে, গত শুক্রবার বিকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের কাজীরটেক এলাকায় ঘটে এ ঘটনা। এ ঘটনায় অভিযুক্ত মোস্তফা মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

—রূপগঞ্জ প্রতিনিধি

মেঘনায় উন্নয়ন সভা

কুমিল্লার মেঘনা উপজেলার উন্নয়ন ও মাসিক সমন্বয় সভা বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মেঘনা উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া এমপি। বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান সানাউল্লাহ শিকদার, ইউপি চেয়ারম্যান ফারুক আব্বাস, ইউপি চেয়ারম্যান মাইনুদ্দিন তপন মুন্সি, আওয়ামীলীগ নেতা কাশেম ইটালী প্রমুখ।

—দাউদকান্দি প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর