বৃহস্পতিবার, ১৭ মে, ২০১৮ ০০:০০ টা
শ্রমিক ধর্মঘটের চতুর্থ দিন

বড়পুকুরিয়ায় অচলাবস্থা

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিক ধর্মঘটের চতুর্থ দিনেও অচলাবস্থা কাটেনি। মঙ্গলবার কর্মকর্তা-শ্রমিকদের সংঘর্ষের পর বুধবার শ্রমিকদের উপস্থিতি আরও বৃদ্ধি হয়েছে। শ্রমিকদের আন্দোলনের ফলে খনির স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে। শ্রমিক ধর্মঘটের কারণে খনি এলাকার ভিতরে অবস্থিত বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে অনুষ্ঠিত প্রশাসনের সমঝোতা বৈঠকটি অমীমাংসিত অবস্থায় ভেঙে যাওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শ্রমিকরা। খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী হাবিব উদ্দিন বলেন, শ্রমিকরা আন্দোলনের নামে খনিতে কর্মরত ৩১০ জন বিদেশি নাগরিক ও ২০০ জন বাংলাদেশি কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের অবরুদ্ধ করে রেখেছে। খনির সদর দফতরের মধ্যে বসবাসকরা কর্মকর্তা কর্মচারীদের পরিবারের মধ্যে দেখা দিয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদিসহ খাদ্যের অভাব, অনেক শিশু রয়েছে, সেই শিশুদের খাদ্যও সংকট হয়ে পড়েছে। উল্লেখ্য, গত ১৩ মে রবিবার থেকে ১৩ দফা দাবিতে শ্রমিক ধর্মঘট কর্মসূচি পালন করে আসছে বড়পুকুরিয়া খনি শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও খনির কারণে ক্ষতিগ্রস্থ গ্রামবাসীরা।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর