ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বেড়ে গেছে ডাকাতের উপদ্রব। জনতা ডাকাত ধরে থানা পুলিশের কাছে সোপর্দ করলেও অন্য মামলায় ঢুকিয়ে কোর্টে চালান দেয় পুলিশ। অপরদিকে ডাকাতিতে আক্রান্ত পরিবারগুলো থানায় মামলা দিলেও পুলিশ ওই সব মামলা রেকর্ড না করে ভুক্তভোগীদের হয়রানি করছে বলে অভিযোগ রয়েছে। জানা যায়, গত ২৮ আগস্ট ৮/১০ জনের একটি ডাকাতদল কসবা উপজেলার কাঠেরপুল-পানিয়ারূপ সড়কের রানিয়ারা সেতুতে গাড়ি থামিয়ে ডাকাতিকালে যাত্রীদের আর্তচিৎকারে জনতা সাজ্জাদ ও নাজমুল নামক ২ ডাকাতকে আটক করে মরধর করে পুলিশে সোপর্দ করে। কিন্তু পুলিশ ডাকাতদের নির্দিষ্ট মামলায় না দিয়ে অন্য মামলায় গ্রেফতার দেখিয়ে এদের কোর্টে চালান দেয়। কসবা থানা অফিসার ইনচার্জ আবদুল মালেক জানান, ওইদিন তিনি ছুটিতে ছিলেন। দায়িত্বে ছিলেন পরিদর্শক মৃণাল দেবনাথ। পরিদর্শক (তদন্ত) মৃণাল দেবনাথ জানান, এসআই কামাল জানেন। এসআই কামালের সঙ্গে যোগাযোগ করলে জানান, এ দুই ডাকাতের বিষয়ে এএসআই আলিম জানেন। তবে এএসআই আলিম জানান, এ দুই ডাকাতের বিরুদ্ধে নিয়মিত কোনো মামলা হয়নি। পূর্বের একটি ডাকাতির প্রস্তুতিমূলক মামলায় ঢুকিয়ে তাদের চালান দেওয়া হয়েছে। গত ১১ আগস্ট উপজেলার ধর্মপুর গ্রামে অনন্তপুর-ধর্মপুর জেলা পরিষদ সড়কে পঞ্চগ্রাম ঈদগাহ মাঠের সামনে রাত সাড়ে দশটায় সড়কের দুই পাশ থেকে রশি টানা দিয়ে মোটরসাইকেল গতিরোধ করে। মোটরসাইকেল, দুটো মোবাইল, নগদ ১৮ হাজার টাকাসহ মোট ১ লাখ ৭০ হাজার টাকার মালামাল ছিনিয়ে নেয়। ঘটনায় পরদিন মোটরসাইকেল মালিক কবির আহাম্মদ থানায় ওসিকে অভিযোগ দেন। কিন্তু ওসি এই বিষয়ে কোনো ব্যবস্থা নেননি। চার দিন পর বাদী মামলার অনুলিপি চাইলে তিনি অভিযোগ পাননি বলে অস্বীকার করেন। তবে অফিসার ইনচার্জ আবদুল মালেক জানান, অভিযোগটি কোথায় রেখেছি। কাকে দিয়েছি সঠিক বলতে পারছি না। গত ১৫ জুলাই রাত ১১টায় তিনলাখপীর-চারগাছ সড়কে শ্যামবাড়ি সেতুর পাশে ইজিবাইক থামিয়ে ড্রাইভারকে মারধর করে মহিলা যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও গয়না ছিনিয়ে নেয়। এর এক সপ্তাহ পর একই স্থানে ডাকাতিকালে যাত্রীদের আর্তচিৎকারে জনতার হাতে ধরা পড়ে গণপিটুনিতে ডাকাত সেলিম (৩৫) নিহত হয়। মূলগ্রাম ইউপি চেয়ারম্যান মইনুল হোসেন জানান, নিহত সেলিম ডাকাত শ্যামবাড়ি গ্রামের পুলিশ কর্মকর্তা মৃত আবুল হোসেনের ছেলে। গত ৩ জুন রাতে চাপিয়া-চণ্ডিদ্বার সড়কে ডাকাতরা পথচারীদের গতিরোধ করে প্রায় লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়। গত ১ জুন রাতে হাজীপুর নামক স্থানে কসবা-সৈয়দাবাদ সড়কে ডাকাতরা অটোরিকশা গতিরোধ করে যাত্রীদের মারধর করে তাদের সর্বস্ব লুটে নেয়।
শিরোনাম
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
ডাকাতের উপদ্রবে আতঙ্ক
কসবা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর