বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

এক পলক

মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এজেডএম নূরুল হকের সভাপতিত্বে গতকাল এই সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. সায়ফুল ফেরদৌস প্রমুখ। নূর-উর-রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করাসহ উন্নয়নকাজে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।—চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বৃদ্ধাকে কুপিয়ে জখম

নাটোরের বড়াইগ্রামে সায়মন বেগম (৭০) নামে এক বৃদ্ধাকে ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মঙ্গলবার রাতে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। আহত সায়মন উপজেলার মামুদপুর গ্রামের ময়েজ উদ্দিনের স্ত্রী। জানা যায়, সোমবার সন্ধ্যায় সায়মন বেগম নিজ ঘরে শুয়ে ছিলেন। এ সময় এক যুবক তার ঘরে ঢুকে হাঁসুয়া দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

—নাটোর প্রতিনিধি

যুবলীগের কর্মিসভা

বিজয়ের মাস উপলক্ষে মৌলভীবাজার জেলা যুবলীগের উদ্যোগে বর্ধিত কর্মিসভা ও বিজয়র‌্যালি হয়েছে। এতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মী অংশ নেন। পৌর জনমিলন কেন্দ্রে গতকাল নাহিদ আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের নৌকার প্রার্থী নেছার আহমদ।—মৌলভীবাজার প্রতিনিধি

৩ বসতঘর পুড়ে ছাই

বাগেরহাটের মোল্লাহাটে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি বাড়ির মালিকের। উপজেলার কোদালিয়া গ্রামে জাহিদ মোল্লার বাড়িতে মঙ্গলবার রাতে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুন ধরে যায়। এতে জাহিদ মোল্লা ও তার বাবা লুত্ফর মোল্লার তিনটি ঘর পুড়ে যায়। 

—বাগেরহাট প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর