গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রায় রাতেই কোনো না কোনো বসতবাড়ি বা দোকানে অগ্নিকা-ের ঘটনা ঘটছে। গত এক মাস ধরে উপজেলার শংকরপাশা গ্রামে ঘটছে এ ঘটনা। এ সব ‘জিনের কান্ড’ বলে এলাকায় চাউর রয়েছে। সচেতন মহল বলছে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়ে জিনের নামে চালিয়ে দেওয়া চেষ্টা করছে। পুলিশ বলেছে, বিষয়টি তারা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে। একের পর এক অগ্নিকান্ডের কারণে এলাকায় বিারজ করছে আতঙ্ক। কাশিয়ানী উপজেলার মধুমতি নদীপাড়ের গ্রাম শংকরপাশা। সবুজে ভরা এ গ্রামের মানুষ নম্র-ভদ্র বলেই সবাই জানে। অথচ গত এক মাসে এ গ্রামেই দুটি দোকানসহ ছয়টি ঘরে রাতে বেলা আগুন ধরিয়ে দেওয়া হয়। যাদের ঘর পোড়ানো হয়েছে তারা হলেন- শাবু মুন্সী, হাসান মুন্সী, লিটন মুন্সী, আনোয়ার শেখ ও মনিরুজ্জামান। এর মধ্যে আনোয়ার শেখের বাড়িতে এক রাতেই তিন বার আগুন লাগার ঘটনা ঘটেছে। সন্ধ্যা, রাত ৯টা ও ভোর রাতের দিকে এ আগুন লাগে। কারা এবং কেন আগুন ধরিয়ে দিচ্ছে তা বলতে পারছেন না ক্ষতিগ্রস্তরাও। তাদের কোনো শত্রু নেই এমনটাই তাদের ধারণা। কিভাবে আগুন লাগছে তা বলতে পারছে না কেউ। এমনকি গ্রামে পাহারা বসিয়েও দুষ্কৃৃতকারীদের ধরা সম্ভব হয়নি। এলাকাবাসীর রাত কাটছে শঙ্কার মধ্যে। কখন কার বাড়িতে আগুন লেগে যায় এই ভয়ে তাদের নির্ঘুম রাত কাটছে। স্থানীয় রাতইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আঞ্জুরুল হাসান বলেন, ‘প্রকৃত ঘটনা আড়াল করার জন্য হয়তো জিনের কা বলে চালানো হচ্ছে।’ অতিরিক্ত পুলিশ সুপার হুসাইন মোহাম্মদ রায়হান জানান, ক্ষতিগ্রস্তরা অভিযোগ না দিলেও পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
শিরোনাম
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
‘জিনের’ আগুনে পুড়ছে বাড়ি-দোকান
প্রায় রাতেই ঘটছে অগ্নিকাণ্ডের ঘটনা
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর