বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বিস্কুট দিচ্ছে সরকার কার্টন বইছে শিশুরা!

নিজস্ব প্রতিবেদক, রংপুর

বিস্কুট দিচ্ছে সরকার কার্টন বইছে শিশুরা!

বিস্কুট কার্টন মাথায় শিশুরা

রংপুরের কাউনিয়ায় সাধু হোসাইনিয়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের দিয়ে পরিবহন করা হচ্ছে সরকারি স্কুল ফিডিং কর্মসূচির বিস্কুটের কার্টন। ১০ কেজি ওজনের কার্টন মাথায় করে শিশুরা প্রায় এক কিলোমিটার পথ পাড়ি দিয়ে নিয়ে যাচ্ছে মাদ্রাসায়। শিশুদের দিয়ে বিস্কুট পরিবহন বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন অভিভাবকরা।

সাধু হোসাইনিয়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক ফকরুল হোসেন বলেন, ‘সব সময় নয়, মাঝে মাঝে স্কুল ফিডিং কর্মসূচির বিস্কুটের কার্টন শিশুদের দিয়ে মাদ্রাসায় আনা হয়’। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাকিরুল

হাসান বলেন, ‘স্কুল ফিডিংয়ের বিস্কুটের কার্টন পরিবহন ব্যয় সরকারিভাবে দেওয়া হয়। এরপরও শিশু শিক্ষার্থীদের দিয়ে কার্টন পরিবহন করা ঠিক নয়, এটা এক প্রকার শিশুশ্রম। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে’। ইউএনও এসএম নাজিয়া সুলতানা জানান, খোঁজ নিয়ে ওই প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর