মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯ ০০:০০ টা

রাজৈরে সড়ক নদীগর্ভে যোগাযোগ বিঘ্নিত

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে রাজৈর উপজেলার গোয়ালবাথান নামক স্থানে হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের সংযোগ সড়কের একাংশ রবিবার রাতে কুমার নদে বিলীন হয়ে গেছে। ফলে যোগাযোগ বিঘ্নিত হওয়ায় বিপাকে পড়েছেন এলাকাবাসী। মাঠের ভিতর দিয়ে হেঁটে অনেক পথ ঘুরে চলাচল করতে হচ্ছে তাদের। রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহানা নাসরিন বলেন, ‘স্থায়ীভাবে আমাদের কিছু করার নেই। তবে মানুষ যাতে যাতায়াত করতে পারে সে ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’ মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রকৌশলী পার্থপ্রতিম সাহা জানান, এমপি মহোদয়ের ডিও লেটার পেলে প্রকল্প পাস করিয়ে সড়কটির বিষয়ে স্থায়ীভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকাবাসী জানান, নদীর পাড় দিয়ে সড়ক হওয়ায় এমনিতেই তাদের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। তার ওপর প্রায়ই অবৈধভাবে রাস্তার পাড় ঘেঁষে কুমার নদ থেকে বালু উত্তোলনের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। আশেপাশে নদী শাসনের ব্যবস্থা থাকলেও এখানে তা না থাকায় সড়টি ধসে পড়েছে। হরিদাসদী-মহেন্দ্রদী ইউপি চেয়ারম্যান রেজাউল করিম বলেন, ‘মূল রাস্তাটি ২০১৮ সালের প্রথম দিকে ভেঙে কুমার নদে চলে যায়। এরপর কোনোরকমে মানুষের যাতায়াতের ব্যবস্থা করেছিলাম। তার বিলীন হয়ে গেল।

 

 

সর্বশেষ খবর