বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৯ ০০:০০ টা

সংঘর্ষের মধ্যে পড়ে প্রাণ গেল শিশুর

ফরিদপুরে ভাঙচুর লুটপাট, আহত ২০

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ছাগলে ফসল খাওয়া নিয়ে দুই পক্ষে সংঘর্ষ বাধে। এ সংঘর্ষের মধ্যে পড়ে লাঠির আঘাতে প্রাণ গেছে তিন মাস বয়সী শিশুর। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দিঘা মার্কেটপাড়া গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর নাজিরা বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ। নিহত শিশু আরিয়ান দিঘা মার্কেটপাড়া গ্রামের কৃষক আবদুর রাজ্জাকের ছেলে। গতকাল সকালে পুলিশ মরদেহ রাজশাহী মেডিকেলের মর্গে পাঠিয়েছে। মৃত্যুর ঘটনায় গোদাগাড়ী থানায় মামলা হয়েছে। এজাহার সূত্রে জানা যায়, ফসলি জমিতে ছাগল নামা নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় আবদুর রাজ্জাকের সঙ্গে প্রতিবেশী তহুরুল ইসলামের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। তখন রাজ্জাকের মা শিশু আরিয়ানকে কোলে নিয়েই রাজ্জাককে সরিয়ে নিতে যান। ওই সময় শিশুর শরীরে লাঠির আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ফরিদপুর প্রতিনিধি জানান- বোয়ালমারীতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। বোয়ালমারী উপজেলার চ-িবিলা গ্রামে গতকাল ভোরে এ ঘটনা ঘটে।

সর্বশেষ খবর