Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ১২ জুন, ২০১৯ ২২:৫৪

বিভিন্ন স্থানে গঙ্গাস্নান

প্রতিদিন ডেস্ক

বিভিন্ন স্থানে গঙ্গাস্নান
দিনাজপুরের করতোয়া নদীর ঋশিঘাটে পুণ্যার্থীরা -বাংলাদেশ প্রতিদিন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট গুজরঘাটে সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গাস্নান ও দশহারা মেলা গতকাল অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড়ে করতোয়া নদীর শীলাদেবী ঘাটে গতকাল সম্পন্ন হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের দশহারা তিথীর পুণ্য স্নানের মেলা। মেলায় হাজারো ভক্ত পুণ্যস্নানে সমবেত হন। এদিকে গতকাল সনাতন ধর্মাবলম্বী মানুষের ঢল নামে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার করতোয়ার নদীর সঙ্গমস্থল ঋশিঘাটেও।


আপনার মন্তব্য