Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : শুক্রবার, ১২ জুলাই, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ১২ জুলাই, ২০১৯ ০০:৪৯

শিক্ষার্থীদের মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ

ময়মনসিংহ প্রতিনিধি

শিক্ষার্থীদের মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ

ময়মনসিংহের ত্রিশালের ইউএনও আব্দুল্লাহ আল জাকিরের বদলীর প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধনে পুলিশের লাঠিচার্জের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনায় ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

আহতদের মধ্যে দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ইউএনও জাকির স্থানীয় নজরুল একাডেমীরও ম্যানেজিং কমিটির সভাপতি। গত ৮ জুলাই এই কর্মকর্তার বদলির আদেশ আসে। শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের বিষয়ে ওসি আজিজুর রহমান জানান, মানববন্ধনে শিক্ষার্থীদের ওপর পুলিশ লাঠিচার্জ করেনি। যখন শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করতে চেয়ে রাস্তায় বসে পড়ে তখন তাদের সরিয়ে দেওয়া হয়।


আপনার মন্তব্য