রবিবার, ২১ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ভুল চিকিৎসায় মা ও শিশুর মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি

কালকিনিতে প্রাইভেট হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতক ও প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। স্বজনরা জানান, প্রসব ব্যথা নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় মাদারীপুরের কালকিনি মডার্ন প্রাইভেট হাসপাতালে ভর্তি হন বাঁশগাড়ি এলাকার রিপন মুন্সীর স্ত্রী সাহিদা আক্তার (২৩)। পরে ওই হাসপাতালের চিকিৎসক এনামুল হক, সেলিমুজ্জামান ও ফারিয়া তাবাস্সুন নাজমিনসহ কয়েকজন নার্স সাহিদার অস্ত্রোপচার করেন। এতে সঙ্গে সঙ্গে নবজাতের মৃত্যু হয় বলে অভিযোগ স্বজনদের। পরে তড়িঘড়ি করে আশঙ্কাজনক অবস্থায় রাতেই সাহিদাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাহিদা। এতে রিপন মুন্সীর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। কালকিনি মডার্ন প্রাইভেট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হরিপদ দাস বলেন, আমরা সাধ্যমতো চিকিৎসা করেছি। চিকিৎসায় কোনো ত্রুটি ছিল না। মাদারীপুরের সিভিল সার্জন ডা. সফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।

সর্বশেষ খবর