সোমবার, ২২ জুলাই, ২০১৯ ০০:০০ টা
বিদ্যুৎস্পৃষ্টে বাবা ও দুই ছেলের মৃত্যু

দায়ী অবৈধ সংযোগ

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় সদর উপজেলার মাহানপাড়া এলাকায় শনিবার রাতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও দুই ছেলের মৃত্যুর ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরিবার ও এলাকাবাসী পল্লি বিদ্যুতায়ন বোর্ডের অবৈধ সংযোগকে এ দুর্ঘটনার জন্য দায়ী করেছেন। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিচারও দাবি করেছেন তারা। ঠাকুরগাঁও পল্লি বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক আবু আশরাফ সালেক এ ব্যাপারে কথা বলতে রাজি হননি। পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তিন সদসের‌্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। স্থানীয় হাফিজাবাদ ইউপি চেয়ারম্যান মুসা কলিমুল্লাহ প্রধান জানান, বিদ্যুতের লাইনটি সম্পূর্ণ অবৈধ এবং ঝুঁকিপূর্ণ ছিল।

পল্লিবিদ্যুৎ সমিতির আগেই খোঁজখবর নেওয়া উচিত ছিলো। ঘটনাটির সুষ্ঠু তদন্ত হোক এটাই আমাদের দাবি। স্থানীয় ও পরিবারের লোকজন জানান, পানিমাছ পুকুরী আশ্রায়ণ প্রকল্পের দুটি বাড়ি থেকে বাঁশের খুঁটি দিয়ে এই বিদ্যুৎ লাইন দেওয়া হয়েছে। এই সংযোগের একটি তার ছিঁড়ে পানিতে পড়ে যাওয়ায় ওই এলাকা বিদ্যুতায়িত হয়ে এ দুর্ঘটনা ঘটে। মৃত দুই ভাইয়ের মামা রশিদুল ইসলাম বলেন, ‘পল্লি বিদ্যুতায়ন বোর্ডের কর্মচারী ও কর্মকর্তাদের যোগসাজশে দীর্ঘদিন ধরে এই ব্যবসা চলছে। অবৈধ সংযোগ দেওয়া প্রত্যেক বাড়ি থেকে তারা মাসে ৬০০-৭০০ টাকা নেয়।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর