বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

গৃহবধূর আত্মহত্যা শ্বশুর আটক

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রবাসী স্বামীর পাঠানো তালাকনামা পেয়ে সোহাগী আক্তার (২৫) নামে এক  গৃহবধূ আত্মহত্যা করেছেন। গত মঙ্গলবার সকালে সোনাখালী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের মামা আল আমিন থানায় মামলা করেছেন।  নিহতের শ্বশুর ইব্রাহীমকে  আটক করেছে পুলিশ। নিহতের স্বজনরা জানান, গত সোমবার সকালে শ্বশুর বাড়ি থেকে নিহতের বাবার বাড়ি সোনাখালী আসেন প্রবাসী স্বামী মামুনের মামা মনির, তার স্ত্রী হালিমা, ইব্রাহীম, শরীফাসহ ৬/৮ জন লোক। তারা সোহাগীকে বলেন, তোমার স্বামী তালাক দিয়েছে। এ নিয়ে স্বামীর সঙ্গে সোমবার রাতে সোহাগীর কথা কাটাকাটি হয়। পরে মনের কষ্টে সবার অজান্তে ছেলেকে ঘুমিয়ে রেখে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে মঙ্গলবার ভোরে আত্মহত্যা করেন। তার সাত বছরের ছেলে সন্তান রয়েছে। নিহত সোহাগী (২৫) সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সোনাখালী গ্রামের আহম্মদ আলী মেয়ে। উল্লেখ্য, নিহত সোহাগীর স্বামী মামুন  সাত বছর ধরে প্রবাসে রয়েছেন। তিনি বন্দর উপজেলার মালিবাগ গ্রামের ইব্রাহীমের ছেলে। বিভিন্ন সময় যৌতুকের জন্য নির্যাতন ও শ্বশুর বাড়ির লোকজন প্রায়ই তার ওপর শারীরিক নির্যাতন চালাত বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে অনেকবার শালিস মীমাংসাও হয়েছে। সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান বলেন, গৃহবধূ সোহাগীর মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে।

সর্বশেষ খবর