বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

৬৮ হাজার ভর্তিচ্ছুর জন্য ব্যাপক প্রস্তুতি

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ভর্তিপরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গতকাল প্রস্তুতিসভা করেছে জেলা প্রশাসন। কুবির ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম শ্রেণির ভর্তিপরীক্ষা ৮ ও ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশ নেবেন ৬৮ হাজার ৭৭ জন শিক্ষার্থী। প্রস্তুতি সভায় সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীরা যাতে শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিতে পারে সেজন্য পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

শিক্ষার্থী বহন করা গাড়ি ভাড়া নিয়ন্ত্রণ ও যানজট রোধে গাড়ি পার্কিংয়ের জন্য কুমিল্লা ঈদগা, স্টেশন ক্লাব, শিল্পকলা একাডেমীতে ব্যবস্থা রাখা হবে। পরীক্ষার দিন যাতে খাবারের দাম অতিরিক্ত নিতে না পারে সেজন্য হোটেল মালিকের সঙ্গে কথা বলে দাম নির্ধারণ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। জেলা প্রশাসক আবুল ফজলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সৈয়দ নুরুল ইসলাম, প্রফেসর আবু তাহের, আতিক উল্লাহ খোকন প্রমুখ।

সর্বশেষ খবর