শিরোনাম
শনিবার, ১১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

চাঁদা না দেওয়ায় চোখ-মুখ হাত-পা বেঁধে মারধর

ভালুকা প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় চাঁদাবাজির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন গ্রামবাসী। ভালুকা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে নির্যাতনের শিকার ইসলাম উদ্দিন মাতব্বর লিখিত বক্তব্যে বলেন, গত ৬ জানুয়ারি রাতে ফোনে তাকে বাড়ি থেকে বের করে গেটের সামনেই তার মাথায় দুটি পিস্তল ঠেকিয়ে ডিবি পুলিশের পরিচয়ে একটি মাইক্রোবাসে উঠিয়ে হাত-পা-চোখ বেঁধে ফেলা হয়। গাড়িতে করে কিছু দূর নিয়ে তাকে একটি বাড়ির দ্বিতলভবনে উঠানো হয়। পরে চোখ-মুখ, হাত-পা বাঁধা অবস্থায় তাকে বেধড়ক পিটুনি দেয় সন্ত্রাসীরা। একপর্যায়ে তারা আমার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে, অন্যথায় গুলি করে মেরে ফেলবে বলে হুমকি দেয়। পরে চোখ বাঁধা অবস্থায় আমার বাড়ির লোকজনের সঙ্গে কথা বলে এক লাখ টাকা ম্যানেজ করে দেওয়ার সময় বেশি লোকজন দেখে টাকা নিতে অনীহা প্রকাশ করা হয়। পরে বিষয়টি পুলিশকে জানালে আমাকে মাওনা ওভারব্রিজের নিচে ফেলে চলে যায় চাঁদাবাজরা।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন ভুক্তভোগী আবদুল আজিজ, জুলফিকার, সাইফুল ইসলাম, আমিনুল ইসলাম, আল আমীন, জাহিদুল, আজিজুল, মনিরুদ্দীন ওরফে মনো মেম্বার, নায়েব আলী প্রমুখ।

সর্বশেষ খবর