সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

অপরিকল্পিত কালভার্টে মরার পথে খাল!

কুমিল্লা প্রতিনিধি

দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নে অপরিকল্পিত কালভার্ট নির্মাণে বন্ধ হয়ে যাচ্ছে খালের গতিপথ। এ নিয়ে কৃষকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। রামপ্রসাদের খালের শাখা খালের ওপর তিনটি কালভার্ট নির্মাণ করা হয়েছে। কালভার্টগুলো খালের পেটের ভিতরে করা হয়েছে। ভিতরে দুই ফুটের মতো জায়গা রাখা হয়েছে। এতে পানির প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এ ছাড়া এই খালে বুড়িরপাড়ের অংশে ড্রেনের মতো রেখে উপর ভরাট করা হয়েছে। স্থানীয়রা জানান, খালের পেটের ভিতরে কালভার্ট করা অযৌক্তিক। এতে খাল মরে যাবে। খাল বাঁচাতে কালভার্টগুলো অপসারণ করা প্রয়োজন। ইউপি চেয়ারম্যান আবু তাহের বলেন, ইউনিয়ন পরিষদের অর্থে তিনটি কালভার্ট নির্মাণ করা হয়েছে। খালে পানি কম তাই ছোট কালভার্ট নির্মাণ করা হয়েছে। খাল ভরাট হওয়ার বিষয়ে তিনি বলেন, ওটা-তো খেলার মাঠ। ইউএনও রাকিব হাসান বলেন, ‘অভিযোগ পেয়েছি। এসিল্যান্ডকে দায়িত্ব দিয়েছি তদন্ত করে প্রতিবেদন দিতে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর