বরগুনায় শাহনেওয়াজ রিফাত হত্যা মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবির প্রাপ্ত বয়স্ক ১০ আসামির বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিয়েছেন। এ ছাড়াও একই আদালতে সিআইডির আইটি শাখার নাজমুল হোসেন ও জাকির হোসেন ইমন নামের দুজন সাক্ষ্য দিয়েছেন। গতকাল বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামানের আদালতে এ সাক্ষ্য প্রদান করা হয়। এ সময় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ চলমান রেখে আদালত মুলতবি ঘোষণা করে বিচারক জানান, আগামীকাল (আজ) পুনরায় তার সাক্ষ্য গ্রহণ করা হবে। আদালত সূত্রে জানা গেছে, বরগুনার জেলা ও দায়রা জজ আদালতে সকালে সাক্ষ্য প্রদান করেন সিআইডির আইটি শাখার নাজমুল হোসেন ও জাকির হোসেন ইমন। এরপর বরগুনা সদর থানা পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবিরের সাক্ষ্য গ্রহণ শুরু করে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ চলমান রেখে আদালত মুলতবি করা হয়। সাক্ষ্য গ্রহণ চলাকালে জামিনে থাকা আয়শা সিদ্দিকা মিন্নিসহ ৯ আসামি আদালতে উপস্থিত ছিলেন। ৬ নভেম্বর বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে এই মামলার বিচার শুরুর জন্য বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে পাঠানো হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর ভুবন চন্দ্র হাওলাদার বলেন, এ নিয়ে রিফাত শরীফ হত্যা মামলায় প্রাপ্ত বয়স্ক ১০ আসামির বিরুদ্ধে ৭৪ জন সাক্ষী তাদের সাক্ষ্য দেন।
শিরোনাম
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
সাক্ষ্য দিলেন তদন্ত কর্মকর্তা
রিফাত হত্যা মামলা
বরগুনা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর