বরগুনায় শাহনেওয়াজ রিফাত হত্যা মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবির প্রাপ্ত বয়স্ক ১০ আসামির বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিয়েছেন। এ ছাড়াও একই আদালতে সিআইডির আইটি শাখার নাজমুল হোসেন ও জাকির হোসেন ইমন নামের দুজন সাক্ষ্য দিয়েছেন। গতকাল বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামানের আদালতে এ সাক্ষ্য প্রদান করা হয়। এ সময় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ চলমান রেখে আদালত মুলতবি ঘোষণা করে বিচারক জানান, আগামীকাল (আজ) পুনরায় তার সাক্ষ্য গ্রহণ করা হবে। আদালত সূত্রে জানা গেছে, বরগুনার জেলা ও দায়রা জজ আদালতে সকালে সাক্ষ্য প্রদান করেন সিআইডির আইটি শাখার নাজমুল হোসেন ও জাকির হোসেন ইমন। এরপর বরগুনা সদর থানা পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবিরের সাক্ষ্য গ্রহণ শুরু করে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ চলমান রেখে আদালত মুলতবি করা হয়। সাক্ষ্য গ্রহণ চলাকালে জামিনে থাকা আয়শা সিদ্দিকা মিন্নিসহ ৯ আসামি আদালতে উপস্থিত ছিলেন। ৬ নভেম্বর বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে এই মামলার বিচার শুরুর জন্য বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে পাঠানো হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর ভুবন চন্দ্র হাওলাদার বলেন, এ নিয়ে রিফাত শরীফ হত্যা মামলায় প্রাপ্ত বয়স্ক ১০ আসামির বিরুদ্ধে ৭৪ জন সাক্ষী তাদের সাক্ষ্য দেন।
শিরোনাম
- খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ একজন আটক
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার
সাক্ষ্য দিলেন তদন্ত কর্মকর্তা
রিফাত হত্যা মামলা
বরগুনা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর