বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

সাক্ষ্য দিলেন তদন্ত কর্মকর্তা

রিফাত হত্যা মামলা

বরগুনা প্রতিনিধি

বরগুনায় শাহনেওয়াজ রিফাত হত্যা মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবির প্রাপ্ত বয়স্ক ১০ আসামির বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিয়েছেন। এ ছাড়াও একই আদালতে সিআইডির আইটি শাখার নাজমুল হোসেন ও জাকির হোসেন ইমন নামের দুজন সাক্ষ্য দিয়েছেন। গতকাল বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামানের আদালতে এ সাক্ষ্য প্রদান করা হয়। এ সময় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ চলমান রেখে আদালত মুলতবি ঘোষণা করে বিচারক জানান, আগামীকাল (আজ) পুনরায় তার সাক্ষ্য গ্রহণ করা হবে। আদালত সূত্রে জানা গেছে, বরগুনার জেলা ও দায়রা জজ আদালতে সকালে সাক্ষ্য প্রদান করেন সিআইডির আইটি শাখার নাজমুল হোসেন ও জাকির হোসেন ইমন। এরপর বরগুনা সদর থানা পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবিরের সাক্ষ্য গ্রহণ শুরু করে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ চলমান রেখে আদালত মুলতবি করা হয়। সাক্ষ্য গ্রহণ চলাকালে জামিনে থাকা আয়শা সিদ্দিকা মিন্নিসহ ৯ আসামি আদালতে উপস্থিত ছিলেন। ৬ নভেম্বর বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে এই মামলার বিচার শুরুর জন্য বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে পাঠানো হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর ভুবন চন্দ্র হাওলাদার বলেন, এ নিয়ে রিফাত শরীফ হত্যা মামলায় প্রাপ্ত বয়স্ক ১০ আসামির বিরুদ্ধে ৭৪ জন সাক্ষী তাদের সাক্ষ্য দেন।

সর্বশেষ খবর