শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

মেলায় দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

সোনাতলা উপজেলার সুখদহ নদীর তীরে বুড়ো মেলায় গতকাল দুই দল গ্রামবাসীর সংঘর্ষ, ধাওয়া পাল্টা-ধাওয়া হয়েছে। এতে আহত হয়েছেন ১০ জন। সোনাতলা উপজেলার সুখদহ নদীর তীরে বুড়ো মেলা, নওদাবগা বুড়িতলা মেলা, হরিখালী মেলা, কাচারীবাজার মেলা ও পাকুল্লায় সন্ন্যাসীর মেলা শুরু হয়েছে। মেলায় গোসাইবাড়ী গ্রামের ২৫-৩০ যুবক লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে দোকানদারদের ওপর হামলা চালায়। এ সময় বাধা দিলে সংঘর্ষ বাধে। জয়ভোগা গ্রামের খেলনা দোকানি তুহিন মিয়া, সাবগ্রাম এলাকার ফার্নিচার মালিক জাকিরুল ইসলাম জানান, গতকাল একদল যুবক তাদের কাছে চাঁদা দাবি করে। রাজি না হলে তারা ভাঙচুর শুরু করে। বাধা দিলে ওই যুবকদের সঙ্গে মেলা কমিটির সদস্যদের সংঘর্ষ হয়। সোনাতলা থানার ওসি জানান, সংঘর্ষের খবর পাওয়া মাত্র সেখানে ফোর্স পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর