সোমবার, ১৬ মার্চ, ২০২০ ০০:০০ টা

এক পলক

এক পলক

নৌকা ডুবে নিহত

ফরিদগঞ্জ উপজেলার উত্তর লক্ষ্মীপুরে পুকুরে মাছের খাবার দিতে গিয়ে নৌকা ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহতের নাম আরাফাত। তিনি ফরিদগঞ্জের সেন্দ্রা গ্রামের মনির হোসেনের ছেলে। আহত অবস্থয় ফারুক হোসেন নামে আরেকজনকে উদ্ধার করে হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হতাহতরা আপন খালাতো ভাই।-চাঁদপুর প্রতিনিধি

মুজিব কর্নার

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মুজিববর্ষ উপলক্ষে মুজিব কর্নার তৈরি করেছেন রনি বৈদ্য নামে এক যুবক। সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে এই মুজিব কর্নারটি তিনি তৈরি করেন। তার মুজিব কর্নারে শোভা পাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের ভাস্কর্য। এছাড়া আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের উপর লেখা রনি বৈদ্যর ১ হাজারের মতো কবিতা এবং ৬ শতাধিক চিত্রকর্ম।

-গোপালগঞ্জ প্রতিনিধি

লাকসামে ডাকাতি

কুমিল্লার লাকসামে লিয়াকত আলী নামে দমকল বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মচারীর পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি হয়েছে। লাকসাম পৌরসভার গন্ডামারা এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে ৬-৭ জনের ডাকাত দল পৌরসভার গ ন্ডামারা এলাকায় লিয়াকত আলীর বাসার ঘরের দরজা ভেঙে ভিতরে ঢোকে। পরিবারের সব সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি কক্ষে আটকে ফেলে। পরে  স্বর্ণালঙ্কার, নগদ টাকা এবং মোবাইল ফোন সেট লুট করে নিয়ে যায়। -লাকসাম প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর