ময়মনসিংহে আজ থেকে চালু হচ্ছে করোনাভাইরাসে আক্রান্ত অথবা সন্দেহভাজন রোগীদের শনাক্ত করার পলিমার্স চেইন রিএকশান (পিসিআর) ল্যাব। ময়মনসিংহ মেডিকেল কলেজের চতুর্থ তলায় মাইক্রোবায়োলজি বিভাগের দুটি কক্ষে এই ল্যাব স্থাপন করা হয়েছে। তবে এখন পরীক্ষামূলকভাবে এর কার্যক্রম চলছে জানিয়ে ডা. চিত্ত রঞ্জন বলেন, সব কিছু ঠিকঠাক থাকলে আগামীকাল (আজ মঙ্গলবার) থেকে এর কার্যক্রম শুরু হবে। ইতিমধ্যে ২৪০টি কিট ও প্রয়োজনীয় পিপিই আমরা হাতে পেয়েছি। তিনি জানান, পিসিআর ল্যাবটি স্থাপনের জন্য ইতিমধ্যেই ঢাকা থেকে বিশেষজ্ঞ টিমের সদস্যরা প্রয়োজনীয় সরঞ্জাম স্থাপন করেছেন। দুজন চিকিৎসক ও দুজন টেকনিশিয়ানও ট্রেনিং শেষ করেছেন। তবে যে কেউ চাইলেই এখানে এসে করোনা ভাইরাস পরীক্ষা করাতে পারবেন না জানিয়ে মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী ডা. অরুপ ইসলাম জানান, ময়মনসিংহ নগরীর এসকে হাসপাতালের আইসোলেশন ইফনিট থেকে নমুনা এনে আমাদের এখানে পৌঁছালে আমরা পরীক্ষা করব। আর নমুনা আনা-নেওয়ার জন্য একটি অ্যাম্বুল্যান্স ইতিমধ্যে ব্যবস্থা করা হয়েছে। এই পরীক্ষাগারে একদিনে ৯০টি পরীক্ষা করা যাবে বলেও জানান এই চিকিৎসক। ঢাকার চারটি ও চট্টগ্রামের পর এটিই হবে দেশের ষষ্ঠ পিসিআর ল্যাব। ল্যাবটিতে পরীক্ষা শুরু হলে করোনাভাইরাস শনাক্তে ময়মনসিংহ বিভাগসহ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মানুষের সুবিধা হবে। তবে এখন পর্যন্ত ময়মনসিংহে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়নি বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. একেএম মসিউল আলম। তিনি জানান, ময়মনসিংহে গেল ২৪ ঘণ্টায় নতুন করে বিদেশ ফেরত আরও ২১৬ জনসহ মোট ১২৮৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে হোম কোয়ারেন্টাইন শেষে ছাড়পত্র পেয়েছেন ৯৩৭ জন।
শিরোনাম
- কুড়িগ্রামে নতুন নারী জেলা প্রশাসক
- এনসিপি’র মনোনয়ন ফরম সংগ্রহের সময়সীমা বাড়ানো হলো
- জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের প্রথম পুনর্মিলনী উদযাপিত
- ছাত্রদের যৌন হয়রানির অভিযোগে ঢাবি অধ্যাপক আটক
- কুষ্টিয়া-১ আসনে এনসিপির মনোনয়ন নিলেন নুসরাত
- আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : প্রধান উপদেষ্টা
- টাকার বস্তা নিয়ে হাসিনা তার আত্মীয়-স্বজনকে ভাগিয়ে দিয়েছে : এ্যানি
- ঢাকা ও আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
- বিচারকের ছেলে তাওসিফের মৃত্যু অতিরিক্ত রক্তক্ষরণে : ময়নাতদন্তকারী চিকিৎসক
- পরমাণু সাবমেরিন তৈরির ব্যাপারে সম্মত দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র
- গণভোটে আইন প্রণয়ন হয়ে যাবে না, সেজন্য সংসদ গঠিত হতে হবে : সালাহউদ্দিন
- কিয়েভে ক্ষেপণাস্ত্র-ড্রোনের বড় হামলা চালিয়েছে রাশিয়া
- জেমস ও পাকিস্তানের আলী আজমতের কনসার্ট স্থগিত
- সংবিধান সংশোধনে ক্ষুব্ধ হয়ে পাকিস্তান সুপ্রিম কোর্টের দুই বিচারপতির পদত্যাগ
- সমবায় অধিদপ্তরের নতুন ডিজি ইসমাইল হোসেন
- জাপোরিঝিয়ায় সম্মুখযুদ্ধের সৈন্যদের সঙ্গে দেখা করলেন জেলেনস্কি
- রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা
- কাঠামোগত সংস্কারে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি : আইএমএফ
- ট্রাম্পের কাছে তথ্যচিত্রের জন্য ক্ষমা চেয়েছে বিবিসি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ