মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০ ০০:০০ টা

৯২ বছর বয়সেও মেলেনি বয়স্ক ভাতা

লাকসাম প্রতিনিধি

কুমিল্লার মনোহরগঞ্জের রস্তম আলীর বয়স ৯২ বছর। এ বয়সেও তার ভাগ্যে জোটেনি বয়স্ক ভাতা। জীবনের শেষ প্রান্তে এসে অনেক কষ্টে জীবিকা নির্বাহ করছেন তিনি। বয়স্ক ভাতার একটি কার্ডের জন্য দ্বারে দ্বারে ঘুরে কার্ড পাননি। রুস্তম আলীর আক্ষেপ, আর কত বয়স হলে বয়স্ক ভাতা পাব? বয়সের ভারে ন্যুয়ে পড়া রুস্তম আলীর বাড়ি মনোহরগঞ্জ উপজেলার ঝলম (দ.) ইউনিয়নের নরহরিপুরে। তার বাবার নাম চেরাগ আলী। বয়সের কারণে কাজ কর্ম করে জীবিকা নির্বাহ হয়ে পড়েছে কষ্টসাধ্য। পুরুষের ৬৫ আর নারীদের ৬২ বছর বয়স হলে বয়স্ক ভাতা পাবার কথা থাকলেও ৯২ বছর বয়সেও রুস্তম আলী বয়স্ক ভাতা কার্ড পাননি। স্থানীয় ওয়ার্ড সদস্য মোফাজ্জেল হোসেন প-িত জানান, রুস্তম আলী প্রয়োজনীয় কাগজপত্র আমার কাছে জমা দিয়েছেন। খুব শিগগিরই তাকে সুবিধাভোগীর আওতায় আনা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর