বুধবার, ১ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

সীমান্তে সক্রিয় হচ্ছে মাদক কারবারিরা

বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শায় করোনাভাইরাসের প্রাদুর্ভাবে উপজেলার ১৪৮ গ্রামের  মানুষের  বিপর্যস্ত জনজীবন। অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে আসা নিষেধ করেছে সরকার। তবে গত শনিবার থেকে  চলাফেরার নিষেধাজ্ঞা কিছুটা শিথিল হয়েছে। সীমান্তের নিরাপত্তায় নিয়োজিত বিজিবি ও পুলিশ যখন সাধারণ মানুষকে করোনাভাইরাস সম্পর্কে গণসচেনতায় ব্যস্ত, এ সুযোগে  সীমান্তের একাধিক মাদক কারবারি সক্রিয় হয়ে উঠেছে মাদক পাচারে। মাদক কারবারিরা অভিনব পদ্ধতিতে পরিবহন করছে এসব মাদকদ্রব্যের চালান। করোনাভাইরাসের কারণে মাদক পাচারকারীরা খুবই সাবধানতা অবলম্বন করে চালিয়ে যাচ্ছে তাদের কারবার। শার্শা উপজেলা সীমান্তে গত ১৯ মার্চ ৮২ বোতল ফেনসিডিলসহ রয়েল নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। পরে ২৭ মার্চ রাতে ১৯০ বোতল ফেনসিডিলসহ ছন্দ বেগম নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করে। এ ছাড়া পরিত্যক্ত ৫৮ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পোর্ট থানা পুলিশ। নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান বলেন, করোনার সুযোগ কাজে লাগিয়ে সক্রিয় হয়ে উঠতে পারে মাদক ব্যবসায়ীরা। যশোর ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার  লে. কর্নেল সেলিম রেজা জানান, করোনা নিয়ে বিজিবি ব্যস্ত থাকলেও কোনো মাদক পাচারকারী যেন মাদকের চালান নিয়ে  ভারত থেকে সীমান্ত অতিক্রম করে না আসতে পারে সে ব্যাপারে সতর্ক অবস্থায় রয়েছে।

সর্বশেষ খবর