বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

বাবা-মেয়েসহ সাতজন নিহত

সড়ক দুর্ঘটনা

প্রতিদিন ডেস্ক

বাবা-মেয়েসহ সাতজন নিহত

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় বাবা-মেয়ে নিহত হয়েছেন। এছাড়া ঢাকার সাভার, রাজশাহী, ব্রাহ্মণবাড়িয়া ও সিরাজগঞ্জে সড়কে প্রাণ গেছে আরও পাঁচজনের। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবরÑ ঝিনাইদহ : ট্রাকের ধাক্কায় বাবা সেলিম রেজা (৪২) ও মেয়ে সুমাইয়া (১২) নিহত হয়েছেন। আহত হয়েছেন রেজার স্ত্রী ও ছোট ছেলে। সদর উপজেলার হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের সামনে গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমাইয়া পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। পুলিশ জানায়, সদর উপজেলার রতনহাট গ্রামের বাসিন্দা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা সেলিম রেজা মোটরসাইকেলে স্ত্রী ও দুই সন্তান নিয়ে মাগুরা থেকে গ্রামে ফিরছিলেন। ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে বিপরীত দিক থেকে আসা ট্রাক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। সাভার : ঢাকার সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় গতকাল কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয় অটোরিকশাযাত্রী এক নারী শ্রমিকসহ দুজনের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম মরিয়ম (৩৫)। তিনি নওগাঁর পতœীতলা বাসিন্দা এবং সাভারের আল-মুসলিম তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। দুর্ঘটনায় নিহত অপর ব্যক্তি অটোরিকশার চালক। তার নাম-পরিচয় জানা যায়নি।

রাজশাহী : মহানগরীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং আহত হয়েছেন আরও চারজন। পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় গতকাল এই হতাহতের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম বাচ্চু (৪০)। তার বাড়ি নগরীর বোয়ালিয়া থানার তালাইমারি শহীদ মিনার এলাকায়। আহতদের রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া : নাসিরনগরে গতকাল সকালে ট্রাক্টর উল্টে নুরুল আমিন (৪০) নামে এক চালক নিহত হয়েছেন। নুরুল আমিন চিতনা গ্রামের ধনু মিয়ার ছেলে। সিরাজগঞ্জ : শাহজাদপুরে মাটি পরিবহনের ট্রাক উল্টে খাদে পরে এক শ্রমিক নিহত হয়েছেন। উপজেলার গাড়াদহ বাজারপাড়া এলাকায় গতকাল ভোরে এ দুর্ঘটনা ঘটে।  এ সময় আহত হন আরও ৫ শ্রমিক। নিহত আবদুল ওয়াব (৪৫) শাহজাদপুর উপজেলার নারায়ণদহ গ্রামের কফেত আলীর ছেলে।

সর্বশেষ খবর