বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

খাদ্যের জন্য হোটেল শ্রমিকদের অবস্থান

লালমনিরহাট প্রতিনিধি

করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া হোটেল শ্রমিকদের আর্থিক সহযোগিতা ও খাদ্যসামগ্রীর জন্য হাতীবান্ধা উপজেলা পরিষদের সামনে গতকাল অবস্থান নেন শতাধিক শ্রমিক। পরে হাতিবান্ধা হোটেল শ্রমিক ইউনিয়ন সভাপতি সুধা বর্মণ ইউএনও বরাবর আর্থিক সাহায্যের জন্য আবেদনপত্র দেন।

জানা যায়, সারা দেশে সাধারণ ছুটি ঘোষণার পর থেকে হাতীবান্ধা উপজেলায় প্রায় ৩০০ হোটেল শ্রমিক কর্মহীন। হোটেলে দিনমজুরী করে জীবিকা নির্বাহ করেন তারা। বর্তমানে সব হোটেল বন্ধ। ফলে পরিবারের সদস্যদের দুই বেলা খাবারের ব্যবস্থা করতে হিমশিম খাচ্ছেন। হাতীবান্ধার ইউএনও সামিউল আমিন জানান, আমি বাইরে কাজে আছি। অফিসে একটি আবেদন দিয়েছে বলে এক কর্মচারী জানিয়েছেন। অফিসে গিয়ে বিষয়টি দেখছি।

ত্রাণের জন্য মানববন্ধন : পঞ্চগড়ে ত্রাণের দাবিতে মানববন্ধন হয়েছে। মুখে কালো কাপড় বেঁধে সামাজিক দূরত্ব বজায় রেখে গতকাল ঘণ্টাব্যাপী এই মানববন্ধন পালন করেন শতাধিক দরিদ্র মানুষ। পঞ্চগড় জেলা শহরের শেরেবাংলা পার্ক এলাকায় মহাসড়কে গতকাল এ কর্মসূচি পালিত হয়।

সর্বশেষ খবর