শনিবার, ২৩ মে, ২০২০ ০০:০০ টা

রাঙামাটিতে আইসিইউ ও ভেন্টিলেটর ইউনিট স্থাপনের দাবি

রাঙামাটি প্রতিনিধি

করোনা রোগীদের জন্য টেস্টিং ল্যাব, আইসিইউ ও ভেন্টিলেটর ইউনিট স্থাপনের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক)। গতকাল গণমাধ্যম কর্মীদের দেওয়া এক বিবৃতিতে টিআইবির রাঙামাটি এরিয়া ম্যানেজার বেনজিন চাকমা এ দাবি জানান। বিবৃতিতে তিনি বলেন, রাঙামাটিতেও উদ্বেগজনক হারে করোনা রোগী বাড়ছে। জেলা সদরসহ ১০টি উপজেলার সন্দেহভাজন রোগীর নমুনা সংগ্রহ করে বিভাগীয় শহরে পাঠানো হয়। ফলাফল পেতে ৬-৭ দিন লাগে। ফলাফল প্রাপ্তিতে বিলম্ব হওয়াই আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। তাই রাঙামাটিতে টেস্টিং ল্যাব স্থাপন জরুরি। রাঙামাটি জেনারেল হাসপাতালে কোনো আইসিইউ ও ভেন্টিলেটর ইউনিট নেই।

এছাড়া, পর্যাপ্ত টেকনোলজিস্ট সংকট রয়েছে।

সর্বশেষ খবর