সোমবার, ১৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ঘাট সমস্যায় ভোগান্তি দৌলতদিয়ায়

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ঢাকামুখী যাত্রী ও চালকের ভোগান্তি চরমে পৌঁছেছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরির সংখ্যা বৃদ্ধি করা হলেও ঘাট সমস্যার কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে বলে জানিয়েছেন নদী পারের অপেক্ষায় যাত্রী ও চালকেরা। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে ফেরির নাগাল পাচ্ছে না এসব যাত্রী ও চালকেরা। গতকাল সকালে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় দেখা যায়, ঘাট সংকটের কারণে দৌলতদিয়া প্রান্তে ফেরি ভেড়াতে কষ্ট হচ্ছে ফেরি চালকদের। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন  করপোরেশন (বিআইডব্লিউটিসির) দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. আবু আব্দুল্লাহ রণি বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রী ও যানবাহনের কথা বিবেচনা করে ফেরি সংখ্যা বাড়ানো হয়েছে। এ রুটে বর্তমানে ১৮টি ফেরি চলাচল করছে। ঘাট সমস্যার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে বলে জানান তিনি।

সর্বশেষ খবর