চলতি মৌসুমে আমন ধান খেতে ব্যাপক হারে ইঁদুরের আক্রমণ দেখা দিয়েছে। দিনাজপুরের হাকিমপুর, বীরগঞ্জ, চিরিরবন্দরসহ বিভিন্ন উপজেলায় ধানের গাছ ইঁদুর কেটে নষ্ট করছে। বিভিন্ন ধরনের ইঁদুরের আক্রমণ ঠেকাতে কৃষকরা বিভিন্ন ওষুধ প্রয়োগ, বিভিন্ন ধরনের ফাঁদসহ নানারকম ব্যবস্থা নিলেও কমছে না ইঁদুরের আক্রমণ। এতে ফলন বিপর্যয় আফঙ্কায় কৃষকরা। তবে ইঁদুর নিধনে কৃষি অফিস নানারকম পরামর্শ দিচ্ছে বিভিন্ন মাঠ পর্যায়ের কৃষককে। যেসব জমিতে ইঁদুর ইতিমধ্যেই ধান কেটে ফেলেছে সেগুলো আর রিকভার হওয়ার সম্ভাবনা নেই। হাকিমপুর উপজেলার জালালপুর গ্রামের কৃষক সিদ্দিকুর রহমান বলেন, গত বোরো মৌসুমে ধানের ভালো দাম পাওয়ায় এবং পরিবারের চালের চাহিদা মেটাতে এবার আমন চাষে আগ্রহী হয়ে উঠেন কৃষকরা। কিন্তু কৃষকের সেই স্বপ্নে হানা দিয়েছে ইঁদুর। আমি নিজেও ১০ বিঘা জমিতে ধান আবাদ করেছি। যার মধ্যে ২ বিঘায় স্বর্ণা-৫ জাতের ধান রোপণ করেছি, বাকি ৮ বিঘা জমিতে কাটারি ধান লাগিয়েছি। কিন্তু স্বর্ণা ৫ জাতের ধান গাছের অবস্থা খারাপ। ইঁদুরে মাঠের ধানের গাছ কেটে ফেলেছে। ওষুধ দিচ্ছি কিন্তু কোনো কাজ হচ্ছে না, আবার পলিথিন বেঁধে দিয়েছি তাতেও ফল হচ্ছে না। যেভাবে গাছ হয়েছিল তাতে ধানের বাম্পার ফলন হতো কিন্তু যে হারে ইঁদুর ধান কাটছে তাতে আশাই ছেড়ে দিয়েছি। বীরগঞ্জ উপসহকারী কৃষি কর্মকর্তা শাহজাহান আলী জানান, স্বর্ণা-৫ জাতসহ আগাম জাতের ধানে এই ইঁদুরের আক্রমণটা বেশি। তাই ইঁদুর নিধনে নানা পরামর্শ কৃষি অফিস দিয়ে যাচ্ছে। এর মধ্যে রয়েছে বাঁশের তৈরি যে প্রচলিত ফাঁদ, বিষ-ফাঁদ, ধানের জমিতে কলাগাছ পুঁতে দেওয়া হয়, এতে জমিতে পেঁচা বসবে। আর রাতের বেলা পেঁচা ইঁদুর ধরে খাবে, তাতেও কিছুটা ইঁদুর নিয়ন্ত্রণ হবে। এরপরও আশা করা যায়, এবারও আমনের ফলন ভালো হবে।
শিরোনাম
- জুয়ার জালে জড়িয়ে পড়লেন শত শত তুর্কি ফুটবলার, নিষিদ্ধ ১০২৪ জন
- রেলপথ ও স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
- প্রি-রিলিজেই ৪০০ কোটির ক্লাবে বিজয়ের ‘জন নায়াগান’
- লালদিয়া টার্মিনালে আসছে ৮০০ মিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ : আশিক মাহমুদ
- ঢাবির সব খেলার মাঠ সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের
- মহীউদ্দীন খান আলমগীরের বিরুদ্ধে দুদকের মামলা
- জয়ের সেঞ্চুরির সঙ্গে দুই ফিফটিতে টাইগারদের দাপট
- ৫ মামলায় আইভীর জামিন স্থগিত
- গাজা যুদ্ধের ট্রমায় আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন ইসরায়েলি সেনারা
- চলতি মাসের শেষ নাগাদ দেশে ফিরতে পারেন তারেক রহমান : সালাহউদ্দিন
- ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১১৩৯
- রংপুরে ঋতু বৈচিত্র্যে খেয়ালি প্রকৃতি
- যুদ্ধবিরতির পর গাজায় কমপক্ষে ১৫০০ ভবন ধ্বংস করেছে ইসরায়েল
- ভূজপুর থানার এসআই অপসারণে আল্টিমেটাম
- প্রবাসী ভোটার নিবন্ধনে যেসব দলিলাদি লাগবে
- আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্বে মামুনকে খুন, মূল পরিকল্পনাকারী রনি
- রাজশাহীতে বিরসা মুন্ডার জন্মদিন উদযাপিত
- বীরগঞ্জে জমি নিয়ে বিরোধে একজন নিহত
- নির্বাচন বানচাল করতে ওত পেতে আছে পতিত সরকার : রিজভী
- জর্জিয়ায় বিধ্বস্ত তুর্কি সামরিক বিমানের সব আরোহী নিহত