শনিবার, ২৪ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

লালমাইয়ে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

লালমাই (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার লালমাই উপজেলায় বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। আকাশে মেঘ দেখলেই বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। আর একটু ঝড়বৃষ্টি, বিজলী চমকালে বিদ্যুৎ চলে যাওয়ার পর দীর্ঘ সময় পর ফেরে। এ ছাড়া সকাল-সন্ধ্যা ও নামাজের মতো স্পর্শকাতর সময়েও লোডশেডিং দেওয়া হয়। ভুক্তভোগীদের অভিযোগ, বিদ্যুৎ কর্তৃপক্ষের ইচ্ছা-অনিচ্ছায় চলেছে এখানের বিদ্যুৎব্যবস্থা। উপজেলার ৬৩ হাজার গ্রাহকের দুর্ভোগের বিষয়টি বিদ্যুৎ কর্তৃপক্ষ মোটেই আমলে নিচ্ছেন না। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমর কৃষ্ণ বণিক মানিক বলেন, শারদীয় দুর্গাপূজায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ  করার কথা থাকলেও বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ উপজেলাবাসী। কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির বাগমারা জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার শাখাওয়াত হোসেন বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে অনেক সময় বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয় না।

সর্বশেষ খবর