রংপুরে এক গরু ব্যবসায়ীকে মাইক্রোবাসের নিচে চাপা দিয়ে হত্যা করা হয়েছে। এ সময় গরু ব্যবসায়ীদের কাছ থেকে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই করা হয়। নিহত গরু ব্যবসায়ীর নাম সাদেক বাদশা মিয়া (৪১)। তার বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বানিয়াপাড়া গ্রামে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে মিঠাপুকুর উপজেলার বলদিপুকুর আকুরপাচি এলাকায় সিএনজি পাম্প-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বড়বাড়িহাট থেকে গরু ক্রয় করে একটি শ্যালোচালিত ভটভটিতে করে যাচ্ছিলেন কয়েকজন গরু ব্যবসায়ী। পথে একটি মাইক্রোবাসে থাকা ৮/১০ জন লোক ডিবি পুলিশ পরিচয় দিয়ে গরু বহনকারী ভটভটিটি থামায়। একপর্যায়ে তারা ছিনতাই করে চলে যেতে চাইলে ব্যবসায়ীরা তাদের আটকের চেষ্টা করে। এ সময় দুর্বৃত্তরা সাদেক বাদশাকে মাইক্রোবাসে চাপা দিয়ে পালিয়ে যায়।