নোয়াখালীর সুধারামের ধর্মপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে হামলা চালিয়ে তিন নারীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে খায়রুন নেছা ও শাহনারা বেগমকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। হামলার ঘটনা ঘটেছে গতকাল সকালে। আহতদের স্বজনরা জানান, ফারুক ও তার স্ত্রী খায়রুন নেছা বন্দোবস্ত সূত্রে মালিক এবং দখলমূলে ওই ভূমিতে বসবাস করে আসছেন। স্থানীয় কয়েকজন গতকাল অতর্কিতভাবে এসে বসতবাড়ির জমি দখলের চেষ্টা করে।
মহিলারা বাধা দিলে দা, ছেনি দিয়ে তাদের কুপিয়ে ও পিটিয়ে জখম এবং হামলা-ভাঙচুর চালায়। খবর পেয়ে আহতদের উদ্ধার করে। প্রতিপক্ষের ভয়ে ভুক্তভোগী পরিবার আতঙ্কে রয়েছে। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহেদ জানান, বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
 
                         
                                     
                                                             
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        