শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

বেনাপোলে ব্যাহত রাজস্ব আদায়

বেনাপোল প্রতিনিধি

রাজস্ব ফাঁকি, বন্দরে পণ্য চুরি,  পণ্যজট নিরসনে কাস্টমসের অফিস নির্দেশনা মানা হচ্ছে না বলে অভিযোগ বন্দর ব্যবহারকারী সংগঠন ও কাস্টমস কর্তৃপক্ষের। ব্যাহত হচ্ছে সরকারের রাজস্ব আদায়। সংকট দেখা দিয়েছে বন্দরের স্বাভাবিক কার্যক্রমে। জানা যায়, গত বুধবার কাস্টমসের ডেপুটি কমিশনার এস এম শামীমুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশ জারি করা হয়। কিন্তু বন্দরের উপ-পরিচালক মামুন তরফদার তা মানছেন না। গতকাল বন্দর কর্তৃপক্ষের সঙ্গে কাস্টমস ও বন্দর ব্যবহারকারীদের জরুরি বৈঠকেও কোনো সিদ্ধান্ত হয়নি। বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন সভাপতি মফিজুর রহমান সজন বলেন, মামুন তরফদারের কারণে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।

 মামুন তরফদার বলেন, ‘বন্দরের নিজস্ব আইনে বন্দর চলবে, কাস্টমসের আইনে বন্দর চলবে না। তবে কাস্টমসের সঙ্গে মিলেমিশে কাজ করতে চাই।’

সর্বশেষ খবর