কুমিল্লায় বেড়েছে সরিষার চাষ। এই তেল জাতীয় ফসলের হলুদ ফুলে বর্ণিল হয়ে উঠেছে গোমতী নদীর চর এলাকায়। সরিষার তেলের চাহিদা বাড়ায় এই ফসলের চাষ বেড়েছে বলে কৃষি অফিস জানিয়েছে। গোমতীর চর ছাড়াও জেলার মুরাদনগর, চান্দিনা, সদর, বুড়িচং, হোমনাসহ বিভিন্ন উপজেলায় সরিষার চাষ হচ্ছে। গোমতী নদীর চরের সদর ও বুড়িচং উপজেলা এলাকায় বেশি সরিষার চাষ হচ্ছে। কৃষি অফিসের তথ্য মতে, ১১ হাজার ৫০০ হেক্টর জমিতে এবার সরিষার চাষ হয়েছে। গত বছর তা ছিল ৯ হাজার ৫০০ হেক্টর। আরও ১ হাজার হেক্টর জমিতে সরিষা চাষের সম্ভাবনা আছে। কুমিল্লায় বারি- ৯, ১৩, ১৪, ১৬, ১৭,সম্পদ ও টরি সেভেন জাতের সরিষা চাষ হচ্ছে। বেশি চাষ হচ্ছে বারি-৯ জাতের সরিষা। বুড়িচং উপজেলার কিং বাজেহুড়া ও বুড়বুড়িয়া গ্রামের গোমতীর চর এলাকায় দেখা যায়, চর জুড়ে সরিষা ফসলের হলুদ ফুলের রাজত্ব। সরিষা ফুলের ঘ্রাণ চারপাশে ছড়িয়ে পড়েছে। ফুলে ফুলে ঘুরে বেড়াচ্ছে মৌমাছি ও প্রজাপতি। মানুষ দেখে আইল ধরে নদীর দিকে পালাচ্ছে কয়েকটি শিয়াল। এদিকে চরের চোখ জুড়ানো সরিষা ফুলের সৌন্দর্য দেখতে ১০ কিলোমিটার দূর কুমিল্লা নগরী থেকে মোটর সাইকেল যোগে তরুণরা এসেছেন। কেউ ছবি তুলছেন। কেউ বা তুলছিলেন সেলফি। সরিষা খেত এলাকা অনেকটা পিকনিক স্পটে রূপ নিয়েছে। এলাকার কৃষক আবদুল মতিন জানান, ২০ বছর আগে সরিষা পুরো চর জুড়ে চাষ হতো। সে জায়গা দখল করেছে আলু, কুমড়া, মিষ্টি আলু। তবে সরিষার তেলের চাহিদা বাড়ায় এবার এই ফসলের চাষ বেড়েছে। এবার ফসলের অবস্থা ভালো। শেষ পর্যন্ত এ অবস্থা থাকলে ভালো ফলন হতে পারে। উপ-পরিচালক সুরজিত চন্দ্র দত্ত বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলন আসবে।
শিরোনাম
- ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যায় আরও দুই আসামি গ্রেফতার
- হবিগঞ্জে সংঘর্ষের ছয় দিন পর আহত রিমনের মৃত্যু
- মোদিকে আম উপহার পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা
- কার্বন ডাই–অক্সাইড ও তাপমাত্রা বৃদ্ধিতে ফসলে পুষ্টিহানি
- মুকসুদপুরে সড়ক সংস্কারের দাবিতে স্থানীয়দের মানববন্ধন
- মহাবিশ্বের গহ্বরে আটকে আছে পৃথিবী? সম্প্রসারণ বাড়ছে দ্রুতগতিতে
- ‘আজ থেকে সারা দেশে চিরুনি অভিযান’
- পাকিস্তানের সঙ্গে শিল্প চুক্তি স্বাক্ষর রাশিয়ার
- অগণতান্ত্রিক অপশক্তির প্রধান টার্গেট তারেক রহমান
- সোহাগ হত্যার তদন্তে বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট
- অবশেষে দাদির কোলে ফিরলো হারিয়ে যাওয়া শিশু রোজামনি
- প্যারিসের প্রেমের সেতুতে তালা দিলেন মেহজাবীন
- সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়িয়ে প্রজ্ঞাপন
- বেসরকারি শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশনের নতুন পরিপত্র
- নোয়াখালীতে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
- ক্লাস-পরীক্ষা বর্জন করে জবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে তালা
- ক্যালগেরির সংগীত সন্ধ্যায় প্রবাসীদের মাতালেন মিনার-মিলা
- মিটফোর্ড হাসপাতাল ‘শাটডাউন’ ঘোষণা
- ভারতের রাজ্যসভায় মনোনীত চার সাংসদের নাম ঘোষণা
- জামিন পেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস