কুমিল্লায় বেড়েছে সরিষার চাষ। এই তেল জাতীয় ফসলের হলুদ ফুলে বর্ণিল হয়ে উঠেছে গোমতী নদীর চর এলাকায়। সরিষার তেলের চাহিদা বাড়ায় এই ফসলের চাষ বেড়েছে বলে কৃষি অফিস জানিয়েছে। গোমতীর চর ছাড়াও জেলার মুরাদনগর, চান্দিনা, সদর, বুড়িচং, হোমনাসহ বিভিন্ন উপজেলায় সরিষার চাষ হচ্ছে। গোমতী নদীর চরের সদর ও বুড়িচং উপজেলা এলাকায় বেশি সরিষার চাষ হচ্ছে। কৃষি অফিসের তথ্য মতে, ১১ হাজার ৫০০ হেক্টর জমিতে এবার সরিষার চাষ হয়েছে। গত বছর তা ছিল ৯ হাজার ৫০০ হেক্টর। আরও ১ হাজার হেক্টর জমিতে সরিষা চাষের সম্ভাবনা আছে। কুমিল্লায় বারি- ৯, ১৩, ১৪, ১৬, ১৭,সম্পদ ও টরি সেভেন জাতের সরিষা চাষ হচ্ছে। বেশি চাষ হচ্ছে বারি-৯ জাতের সরিষা। বুড়িচং উপজেলার কিং বাজেহুড়া ও বুড়বুড়িয়া গ্রামের গোমতীর চর এলাকায় দেখা যায়, চর জুড়ে সরিষা ফসলের হলুদ ফুলের রাজত্ব। সরিষা ফুলের ঘ্রাণ চারপাশে ছড়িয়ে পড়েছে। ফুলে ফুলে ঘুরে বেড়াচ্ছে মৌমাছি ও প্রজাপতি। মানুষ দেখে আইল ধরে নদীর দিকে পালাচ্ছে কয়েকটি শিয়াল। এদিকে চরের চোখ জুড়ানো সরিষা ফুলের সৌন্দর্য দেখতে ১০ কিলোমিটার দূর কুমিল্লা নগরী থেকে মোটর সাইকেল যোগে তরুণরা এসেছেন। কেউ ছবি তুলছেন। কেউ বা তুলছিলেন সেলফি। সরিষা খেত এলাকা অনেকটা পিকনিক স্পটে রূপ নিয়েছে। এলাকার কৃষক আবদুল মতিন জানান, ২০ বছর আগে সরিষা পুরো চর জুড়ে চাষ হতো। সে জায়গা দখল করেছে আলু, কুমড়া, মিষ্টি আলু। তবে সরিষার তেলের চাহিদা বাড়ায় এবার এই ফসলের চাষ বেড়েছে। এবার ফসলের অবস্থা ভালো। শেষ পর্যন্ত এ অবস্থা থাকলে ভালো ফলন হতে পারে। উপ-পরিচালক সুরজিত চন্দ্র দত্ত বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলন আসবে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
গোমতীর চরে হলদে হাসি
মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর