কুমিল্লায় বেড়েছে সরিষার চাষ। এই তেল জাতীয় ফসলের হলুদ ফুলে বর্ণিল হয়ে উঠেছে গোমতী নদীর চর এলাকায়। সরিষার তেলের চাহিদা বাড়ায় এই ফসলের চাষ বেড়েছে বলে কৃষি অফিস জানিয়েছে। গোমতীর চর ছাড়াও জেলার মুরাদনগর, চান্দিনা, সদর, বুড়িচং, হোমনাসহ বিভিন্ন উপজেলায় সরিষার চাষ হচ্ছে। গোমতী নদীর চরের সদর ও বুড়িচং উপজেলা এলাকায় বেশি সরিষার চাষ হচ্ছে। কৃষি অফিসের তথ্য মতে, ১১ হাজার ৫০০ হেক্টর জমিতে এবার সরিষার চাষ হয়েছে। গত বছর তা ছিল ৯ হাজার ৫০০ হেক্টর। আরও ১ হাজার হেক্টর জমিতে সরিষা চাষের সম্ভাবনা আছে। কুমিল্লায় বারি- ৯, ১৩, ১৪, ১৬, ১৭,সম্পদ ও টরি সেভেন জাতের সরিষা চাষ হচ্ছে। বেশি চাষ হচ্ছে বারি-৯ জাতের সরিষা। বুড়িচং উপজেলার কিং বাজেহুড়া ও বুড়বুড়িয়া গ্রামের গোমতীর চর এলাকায় দেখা যায়, চর জুড়ে সরিষা ফসলের হলুদ ফুলের রাজত্ব। সরিষা ফুলের ঘ্রাণ চারপাশে ছড়িয়ে পড়েছে। ফুলে ফুলে ঘুরে বেড়াচ্ছে মৌমাছি ও প্রজাপতি। মানুষ দেখে আইল ধরে নদীর দিকে পালাচ্ছে কয়েকটি শিয়াল। এদিকে চরের চোখ জুড়ানো সরিষা ফুলের সৌন্দর্য দেখতে ১০ কিলোমিটার দূর কুমিল্লা নগরী থেকে মোটর সাইকেল যোগে তরুণরা এসেছেন। কেউ ছবি তুলছেন। কেউ বা তুলছিলেন সেলফি। সরিষা খেত এলাকা অনেকটা পিকনিক স্পটে রূপ নিয়েছে। এলাকার কৃষক আবদুল মতিন জানান, ২০ বছর আগে সরিষা পুরো চর জুড়ে চাষ হতো। সে জায়গা দখল করেছে আলু, কুমড়া, মিষ্টি আলু। তবে সরিষার তেলের চাহিদা বাড়ায় এবার এই ফসলের চাষ বেড়েছে। এবার ফসলের অবস্থা ভালো। শেষ পর্যন্ত এ অবস্থা থাকলে ভালো ফলন হতে পারে। উপ-পরিচালক সুরজিত চন্দ্র দত্ত বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলন আসবে।
শিরোনাম
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
- লক্ষ্মীপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
- হত্যাচেষ্টা মামলায় তাপস-কামরুলসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট
গোমতীর চরে হলদে হাসি
মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর