কুমিল্লায় বেড়েছে সরিষার চাষ। এই তেল জাতীয় ফসলের হলুদ ফুলে বর্ণিল হয়ে উঠেছে গোমতী নদীর চর এলাকায়। সরিষার তেলের চাহিদা বাড়ায় এই ফসলের চাষ বেড়েছে বলে কৃষি অফিস জানিয়েছে। গোমতীর চর ছাড়াও জেলার মুরাদনগর, চান্দিনা, সদর, বুড়িচং, হোমনাসহ বিভিন্ন উপজেলায় সরিষার চাষ হচ্ছে। গোমতী নদীর চরের সদর ও বুড়িচং উপজেলা এলাকায় বেশি সরিষার চাষ হচ্ছে। কৃষি অফিসের তথ্য মতে, ১১ হাজার ৫০০ হেক্টর জমিতে এবার সরিষার চাষ হয়েছে। গত বছর তা ছিল ৯ হাজার ৫০০ হেক্টর। আরও ১ হাজার হেক্টর জমিতে সরিষা চাষের সম্ভাবনা আছে। কুমিল্লায় বারি- ৯, ১৩, ১৪, ১৬, ১৭,সম্পদ ও টরি সেভেন জাতের সরিষা চাষ হচ্ছে। বেশি চাষ হচ্ছে বারি-৯ জাতের সরিষা। বুড়িচং উপজেলার কিং বাজেহুড়া ও বুড়বুড়িয়া গ্রামের গোমতীর চর এলাকায় দেখা যায়, চর জুড়ে সরিষা ফসলের হলুদ ফুলের রাজত্ব। সরিষা ফুলের ঘ্রাণ চারপাশে ছড়িয়ে পড়েছে। ফুলে ফুলে ঘুরে বেড়াচ্ছে মৌমাছি ও প্রজাপতি। মানুষ দেখে আইল ধরে নদীর দিকে পালাচ্ছে কয়েকটি শিয়াল। এদিকে চরের চোখ জুড়ানো সরিষা ফুলের সৌন্দর্য দেখতে ১০ কিলোমিটার দূর কুমিল্লা নগরী থেকে মোটর সাইকেল যোগে তরুণরা এসেছেন। কেউ ছবি তুলছেন। কেউ বা তুলছিলেন সেলফি। সরিষা খেত এলাকা অনেকটা পিকনিক স্পটে রূপ নিয়েছে। এলাকার কৃষক আবদুল মতিন জানান, ২০ বছর আগে সরিষা পুরো চর জুড়ে চাষ হতো। সে জায়গা দখল করেছে আলু, কুমড়া, মিষ্টি আলু। তবে সরিষার তেলের চাহিদা বাড়ায় এবার এই ফসলের চাষ বেড়েছে। এবার ফসলের অবস্থা ভালো। শেষ পর্যন্ত এ অবস্থা থাকলে ভালো ফলন হতে পারে। উপ-পরিচালক সুরজিত চন্দ্র দত্ত বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলন আসবে।
শিরোনাম
- উখিয়ায় বন্যহাতির রহস্যজনক মৃত্যু
- যুক্তরাষ্ট্রে দ্বীপে চীনের ‘গুয়াম কিলার’ আতঙ্ক
- বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে নতুন বাহিনী ‘এয়ার গার্ড’
- মোংলায় ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
- হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে বদলাবে গ্রুপ চ্যাটের ধরণ
- বাংলাদেশি সমর্থকরা শীলঙ্কার জয়ের অপেক্ষায় রয়েছে : শানাকা
- গাজায় ইসরায়েলি বর্বরতা, নিহত ছাড়াল ৬৫ হাজার
- বয়স্কদের সুষম খাদ্য
- কর্মক্ষেত্রে হেনস্থার জেরে আত্মহত্যা, ৯০ কোটি টাকা ক্ষতিপূরণ
- কঙ্গোতে ইবোলার নতুন প্রাদুর্ভাব, আতঙ্কে সাধারণ মানুষ
- পুঁজিবাজার: সূচকের ওঠানামায় চলছে লেনদেন
- ট্র্যাপিস্ট-ওয়ানই গ্রহ নিয়ে নতুন আশা জ্যোতির্বিজ্ঞানীদের
- ২০ কোটি বছরের পুরনো কোয়েলাক্যন্থ জীবাশ্ম শনাক্ত
- আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটের জয় ইংল্যান্ডের
- ওষুধের আগ্রাসী বিপণনে ভোক্তা অধিকার লঙ্ঘন
- রোনালদোকে ছাড়াই আল-নাসরের গোল উৎসব
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- অস্ট্রেলিয়া সিরিজে নেই স্যান্টনার, দায়িত্বে ব্রেসওয়েল
- নতুন অ্যালবাম প্রকাশ করে যুক্তরাষ্ট্রে যাবে অর্থহীন
- শেষ মুহূর্তের নাটকীয় গোলে অ্যাতলেটিকোকে হারাল লিভারপুল
গোমতীর চরে হলদে হাসি
মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর