বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

ইউপি চেয়ারম্যান ৯ বছর পলাতক!

যুবলীগ নেতা হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে যুবলীগ নেতা হত্যা মামলার আসামি গান্না ইউপি চেয়ারম্যান নাসির মালিথা নয় বছর পলাতক রয়েছেন আদালতের খাতায়। পুলিশ কেন তাকে গ্রেফতার করেনি তা নিয়ে রয়েছে নানা জল্পনা। অভিযোগ আছে চেয়ারম্যান নাসির মালিতা ভুয়া রিকল ঝিনাইদহ সদর থানায় জমা দিয়ে দীর্ঘদিন চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন এবং এলাকায় ঘুরে বেরিয়েছেন। বর্তমানে বিষয়টি জানাজানি হলে তিনি গাঢাকা দেন। মামলার বাদী নিহত যুবলীগ নেতা জাকির হোসেন মন্ডলের শ্বশুর সিরাজুল ইসলাম নাসির মাথিলাকে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানান। চেয়ারম্যান নাসির উদ্দিন মালিথা জানান, হাই কোর্ট থেকে জামিন নিয়ে বাদী পক্ষের সঙ্গে ওই সময় মামলাটি আপস মীমাংসা করি। আমি পলাতক নই এবং এটি আমার বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র। সদর থানার ওসি মিজানুর রহমান জানান, বিষয়টি সম্পর্কে আমার জানা নেই। খোঁজখবর নিয়ে দেখছি। জানা যায়, ২০১০ সালে ৭ জুলাই ঝিনাইদহ সদর উপজেলার কাশিমনগর ব্রিজের ওপর বোমা হামলায় আহত হন গান্নার তৎকালীন ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন মন্ডল শান্তি। এর তিন দিন পর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সর্বশেষ খবর