বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

সিন্দুক ভেঙে ১০০ ভরি সোনা চুরি

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট শহরের প্রাণকেন্দ্রের রেল রোড়ে ড্রিমল্যান্ড মার্কেটের নিচ তলায় রূপালি জুয়েলার্সে দুধুর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার গভীর রাতে রূপালি জুয়েলার্সের দরজা ভেঙে ভিতরে ঢুকে দুর্বৃত্তরা সিন্দুক খুলে প্রায় ১০০ ভরি  সোনা নিয়ে  গেছে। চুরি হওয়া এই  সোনার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা। গতকাল সকালে খবর পেয়ে বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার শাফিন মাহমুদ ও বাগেরহাট মডেল থানার ওসি  কেএম আজিজুল ইসলামসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জুয়েলার্সের মালিকের ছেলে শোভন দাস বলেন, গভীর রাতে কোনো এক সময়ে দুর্বৃত্তরা দোকানের ভিতরে ডুকে সিসি ক্যামেরার ক্যাবল কেটে দিয়ে দুটি সিসি ক্যামেরা ভেঙে ফেলে। পরে চাবি দিয়ে সিন্দুক খুলে স্বর্ণালঙ্কার নিয়েছে। দুর্বৃত্তরা কোথায় চাবি পেল তা নিয়ে ভাবছেন পরিবারের সবাই। তিনি জানান তাদের দোকানে আরও ৪ জন কারিগর কাজ করে।

বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন,  সোনার দোকানে চুরির বিষয়টি আমরা খুবই গুরুত্বের সঙ্গে  দেখছি। পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণসহ আনুষঙ্গিক তদন্ত করে চোরদের দ্রুত আটক করা সম্ভব হবে ।

সর্বশেষ খবর