বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা
হোমিও ওষুধের দোকানে অভিযান

জরিমানা সাড়ে ৩ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় বিষাক্ত মদপানে মৃত্যুর ঘটনায় হোমিও ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা শুরু করেছে। এই অভিযানে অনুমোদনহীন, মিসব্রান্ডেড ওষুধ, আনরেজিস্টার্ড ওষুধ, লাইসেন্সবিহীন ও চিকিৎসক ছাড়া হোমিও ওষুধ বিক্রির অভিযোগে দুটি হোমিও ওষুধের দোকানে সাড়ে তিন লাখ টাকা জরিমানার আদেশ দেন। গতকাল বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা শহরের গালাপট্টির মাহী হোমিও হলের এ কে এম রুহুল আমিনকে (৪৬) অভিযুক্ত করা হয়। অনুমোদনহীন, মিসব্রান্ডেড ওষুধ, আনরেজিস্টার্ড ওষুধ, লাইসেন্সবিহীন ও চিকিৎসক ছাড়া হোমিও ওষুধ বিক্রির অভিযোগে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।  এদিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাসনিমুজ্জামান আরও একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শহরের গালাপট্টি মোড়ের দি মুন হোমিও হলে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর