মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১ ০০:০০ টা

‘কৃষিতে বাংলাদেশ বিশ্বে রোল মডেল’

দিনাজপুর প্রতিনিধি

কৃষিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা ড. আবদুর রাজ্জাক এমপি বলেছেন বিশ্বে যত রকমের কৃষি পণ্য উৎপাদন হয়। এসব কৃষিপণ্য দিনাজপুরের মাটিতে ফলানো সম্ভব। ফলে বিশ্বের কাছে বাংলাদেশ কৃষিতে রোল মডেল। গতকাল দিনাজপুরে বিএডিসির পাট বীজ খামার ও মুজিববর্ষ উপলক্ষে কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

ড. আবদুর রাজ্জাক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুধাবন করেছিলেন কৃষির উন্নতিতে নিহীত রয়েছে কৃষকের অর্থনৈতিক মুক্তি। বর্তমান কৃষিতে দেশের যে অন্যান্য সাফল্য তা বঙ্গবন্ধু দূরদর্শিতা ও পরিকল্পনার ধারাবাহিকতা। ফসলের নিবিড়তা গত ৫ বছরে শতকরা ১৯২ হতে ২১৬ ভাগে উন্নীত হয়েছে। তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও শ্রমিক সংকট মোকাবিলায় কৃষি যান্ত্রিকীকরণের বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রূপকল্প ২০২১ এর ধারাবাহিকতায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০ অর্জন, ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে কৃষি সেক্টরে অর্জনের এই ধারা অব্যাহত রাখার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

সর্বশেষ খবর