রবিবার, ২১ মার্চ, ২০২১ ০০:০০ টা

কারাভোগ শেষে ফিরলেন আট নারী

বেনাপোল প্রতিনিধি

ভালো কাজের প্রলোভনে দালালদের মাধ্যমে ভারতে পাচার হওয়া আট বাংলাদেশি নারীকে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। শুক্রবার রাতে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ সদস্যরা। পরে তাদের একটি এনজিওর হাতে তুলে দেওয়া হয়।

ভুক্তভোগী নারীরা জানান, দালালরা তাদের প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে পাচার করে। পরে মুম্বাইয়ে পুলিশ তাদের আটক করে। এরপর প্রায় দেড় বছর তারা কারাভোগ করেন। পরে মুম্বাইয়ের ‘নব জীবন’ নামে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। এরপর দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি চালাচালির মাধ্যমে শুক্রবার রাতে তাদের দেশে ফেরত পাঠানো হয়। ফেরত আসা নারীরা হলেন- সাতক্ষীরার হীরা বদী, সাবিনা, শাহানাজ মন্ডল, ফতেমা, খুলনার মিনা শেখ ও যশোরের রেশমা জাহান, ময়না ও মাগুরার পাপিয়া।

বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান বলেন, ফেরত আসা আট নারীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি এনজিওর কাছে হস্তান্তর করা হয়েছে। সংস্থাটি তাদের পরিবারের কাছে পৌঁছে দেবে।

সর্বশেষ খবর