রবিবার, ১৮ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

নিখোঁজের ছয় দিন পর মর্গে মিলল মরদেহ

ময়মনসিংহ গৌরীপুরে শাহিনুর ইসলাম খান (৫২) নামে এক ব্যক্তি নিখোঁজের ছয় দিন পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে তার মরদেহের সন্ধান মিলেছে। গতকাল বিকালে হাসপাতাল থেকে  এ ব্যক্তির মরদেহ গ্রহণ করেন তার স্বজনরা। শাহিনুর ইসলাম গৌরীপুর উপজেলার নন্দী গ্রামের মৃত আবদুর রাশিদ খানের ছেলে। বিষয়টি নিশ্চিত করে নিহত ব্যক্তির আত্মীয় গৌরীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আবদুর রহিম জানান, শাহিনুর ইসলাম খান গত ১২ এপ্রিল সকালে স্ত্রীকে আনতে নিজ ইজিবাইকে পাশর্^বর্তী ঈশ্বরগঞ্জ উপজেলার পলাশকান্দা এলাকায় শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা করেন। এ সময় তার সঙ্গে ২০ হাজার টাকাও ছিল। এদিকে তিনি আর বাড়িতে ফিরে না আসায় ১৩ এপ্রিল গৌরীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। গতকাল সকালে তারা খবর পান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে একটি অজ্ঞাত পরিচয়ের মরদেহ রয়েছে।      -ময়মনসিংহ প্রতিনিধি

হাসপাতাল মর্গে গিয়ে তারা শনাক্ত করেন এই মরদেহটি নিখোঁজ শাহিনুর ইসলামের। তিনি হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে আরও বলেন, ১২ এপ্রিল বিকাল ৪ টার দিকে কয়েকজন ব্যক্তি অজ্ঞান অবস্থায় শাহিনুর ইসলামকে হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসেন। এ সময় তাকে বারান্দায় রেখে পালিয়ে যান অজ্ঞাত ব্যক্তিরা। পরদিন সকালে তিনি হাসপাতালে মারা যান।

 

ফেসবুকে কুরুচিপূর্ণ  ছবি, গ্রেফতার ১

বাগেরহাটের ফকিরহাটে স্কুলছাত্রীর কুরুচিপূর্ণ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় অনিক বসু নামে এক যুবককে আটক করেছে পুলিশ। অনিক মূলঘর ইউনিয়নের সোনাখালী গ্রামের অমল বসুর ছেলে। গতকাল দুপুরে পুলিশ তাকে বাগেরহাট আদালতে পাঠালে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ফকিরহাট মডেল থানার ওসি আবু সাঈদ মো. খাইরুল আনাম জানান, উপজেলার সোনাখালী গ্রামের এক ছাত্রীর সঙ্গে আসামি অনিক বসুর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তখন মেয়েটি তার ফেসবুকের আইডি ও পাসওয়ার্ড প্রেমিককে দেন। সম্পর্কে ভাটা পড়লে অনিক বসু ওই ছাত্রীর ফেসবুক পাসওয়ার্ড ব্যবহার করে কুরুচিপূর্ণ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এ ঘটনায় স্কুলছাত্রী বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে (পর্নোগ্রাফি) মামলা করে।           -বাগেরহাট প্রতিনিধি

 

টঙ্গীতে চাঁদা না পেয়ে রাজমিস্ত্রিকে অপহরণ

গাজীপুরের টঙ্গী মন্ডল মার্কেট এলাকায় দাবি করা পাঁচ লাখ টাকা চাঁদা না পেয়ে আবদুল জলিল (৬৫) নামে এক রাজমিস্ত্রিকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে নাদিম হায়দার নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, আবদুল জলিল  মন্ডল মার্কেট এলাকায় চুক্তিতে ভবন নির্মাণের কাজ করেন। গ্রেফতার নাদিম হায়দার তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিলেন। গত বুধবার জলিল জনৈক নূর মোহাম্মদ মামুনের কারখানায় কাজ করছিলেন। চাঁদা না দেওয়ায় সেখান থেকে তাকে অপহরণ করে হাত-পা ও চোখ কাপড় দিয়ে বেঁধে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় জলিলের স্ত্রী টঙ্গী পশ্চিম থানায় মামলা করেন। শনিবার নাদিম হায়দারকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ আলম বলেন, এলাকায় যারা চাঁদাবাজির সঙ্গে জড়িত তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।                 -টঙ্গী প্রতিনিধি

 

আলোচিত ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

১৯৯৮ সালে চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাসহ চারটি হত্যা মামলার আসামি বহুল আলোচিত কুমিল্লার মেঘনা উপজেলার ভাওরখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক সরকার আব্বাসীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। হত্যা ও অস্ত্র মামলার প্রধান আসামি হওয়ায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এ সিদ্বান্ত নিয়েছে। মেঘনা উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায় শনিবার আব্বাসীর বরখাস্তের চিঠিপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১৩ এপ্রিল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আবুজাফর রিপন স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে আব্বাসীকে সাময়িক বরখাস্ত করা হয়। মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মজিদ বলেন, গত ৩১ মার্চ রাজধানীর পূর্ব রায়েরবাজার এলাকা থেকে কুমিল্লা জেলা পুলিশের একটি দল মো. ফারুক সরকার আব্বাসীকে গ্রেফতার করে। তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।                -কুমিল্লা প্রতিনিধি

 

বনের জমি দখল নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ১

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা বোর্ডমিল এলাকায় বনের জমি দখল করে গড়ে তোলা দোকান দখলকে কেন্দ্র করে গতকাল সংঘর্ষ হয়েছে। এ সময় মানিক হোসেন নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয়রা তাকে  কালিয়াকৈর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। সেখানে মানিকের অবস্থার অবনতি হলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলে পাঠানো হয়। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক অজিত কুমার জানান, মানিক নামে এক ব্যক্তি হাসপাতালে এসেছিলেন। তার ডান পায়ে গুলি লেগেছে। অবস্থার অবনতি হলে তাকে অন্য হাসপাতালে পাঠানো হয়। কালিয়াকৈর থানার ওসি জানান, গুলি করার বিষয়টি আমি নিশ্চিত নই। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। -কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

 

পাটখেতে শিশুর লাশ

কিশোরগঞ্জের তাড়াইলে পাটখেত থেকে গতকাল সকালে রিফাত (১২) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রিফাত তাড়াইল উপজেলার চর তালজাঙ্গা গ্রামের দুলাল মিয়ার ছেলে। পুলিশ জানায়, গত শুক্রবার রাতে মসজিদ থেকে তারাবির নামাজ পড়ে বাড়িতে আসে রিফাত। পরনের পাঞ্জাবি খুলে শার্ট গায়ে দিয়ে আবারও বাড়ি থেকে বের হয় সে। এরপর রাতে আর বাড়িতে ফিরে আসেনি। গতকাল সকালে স্থানীয় লোকজন বাড়ি থেকে আধা কিলোমিটার দূরের একটি পাটখেতে তার লাশ দেখতে পায়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান জানান, ছেলেটির ঘাড় ও পেটের নিচের দিকে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তার সৎ মাকে থানায় নিয়ে গেছে।      -কিশোরগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর