সোমবার, ১৯ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

তিন বছরেই বেহাল পাকা সড়ক

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

তিন বছরেই বেহাল পাকা সড়ক

তিন বছরেই ভেঙে গেছে ময়মনসিংহের ফুলপুর পৌরসভার দিউ বালিয়া মোড় পাকা সড়ক। সড়কটি ভেঙে সেখানে বড় বড় গর্ত ও খানাখন্দে পরিণত হয়েছে। ফলে সেখানে বেহাল অবস্থা বিরাজ করছে। স্থানীয় এলাকাবাসীর দুর্ভোগ ও বিড়ম্বনা দিন দিন বাড়ছে। এ সড়কপথে রূপসী, বালিয়া, বওলা ও সেহলাসহ প্রায় ১০ গ্রামের মানুষ যাতায়াত করে। প্রতিদিন কয়েক শ ভারী গাড়ি যানবাহন চলাচল করে থাকে। খাদে পড়ে প্রায়ই গাড়ি উল্টে যায়। এ ছাড়া অহরহ ছোটখাটো দুর্ঘটনা ঘটছে।

অটোরিকশা চালক সুমন বলেন, ঢাকা-হালুয়াঘাট মহাসড়ক থেকে বালিয়ার দিকে নামতেই কয়েকটা বড় বড় গর্ত আছে। এসব স্থানে প্রায়ই গাড়ি উল্টে যাওয়ার উপক্রম হয়। অনেক সময় হাতে-পায়ে প্রচন্ড আঘাত লাগে।’ স্থানীয় বাসিন্দা ইলিয়াস বলেন, এখানে কোনো ড্রেন  নেই। ফলে পানি জমে থাকে। এসব কারণে এই সড়ক ভেঙে যেতে পারে।  এ সড়কের কিছু স্থানে বিটুমিন কইরা দিলে আর ভাঙত না। এ বিষয়ে মেয়র শশধর সেন বলেন, আগের মেয়র এই সড়ক করেছিলেন। মাত্র তিন বছর গেল। লকডাউনের পরে কিছু সুরকি আর বালু দিয়ে গর্তগুলো ভরাট করার ব্যবস্থা করা হবে।

 যাতে কোনো যানবাহন উল্টে না যায়। পরে দরপত্র আহ্বান করে প্রয়োজনীয় সংস্কার করা হবে।

সর্বশেষ খবর