শুক্রবার, ৪ জুন, ২০২১ ০০:০০ টা

নগর ভবনে হামলা মামলায় আসামি বাম নেতারা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

ব্যাটারিচালিত রিকশা জব্দ করাকে কেন্দ্র করে সিলেট নগরভবনে হামলার ঘটনায় ৩০০ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। গত বুধবার রাতে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) কর লাইসেন্স শাখার কর্মকর্তা আসাদুজ্জামান কোতোয়ালি থানায় মামলাটি করেন। প্রধান আসামি করা হয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের তিন নেতাকে।  জানা যায়, বুধবার সিলেট নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা জব্দকে কেন্দ্র করে কয়েকশ রিকশাচালক নগরভবনে হামলা করেন। হামলার মুখে নগরভবনের প্রধান ফটক বন্ধ করে দিলে বাইরে থেকে রিকশাচালকরা ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে রিকশাচালক ও সিসিক কর্মচারী-শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ২০ জন আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই হামলার ইন্ধনদাতা উল্লেখ করে সিলেট জেলা বাসদের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের আহ্‌বায়ক আবু জাফর, শ্রমিক ফ্রন্টের যুগ্ম আহ্‌বায়ক প্রণব জ্যোতি পাল ও বাসদ নেতা জুবায়ের আহমদ চৌধুরী সুমনের নাম উল্লেখ করে মামলা করা হয়। কোতোয়ালি থানার ওসি এস এম আবু ফরহাদ বলেন, আসামি গ্রেফতারে চেষ্টা চালছে।

সর্বশেষ খবর