বুধবার, ২৮ জুলাই, ২০২১ ০০:০০ টা

পেট্রোল ঢেলে আগুন, চার দিন পর দগ্ধ যুবকের মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

পেট্রোল ঢেলে আগুন, চার দিন পর দগ্ধ যুবকের মৃত্যু

আরিফ হোসেন

শ্রীপুরে গ্যাস সিলিন্ডারের মূল্য নির্ধারণ নিয়ে বাকবিতন্ডায় দোকানে হামলা এবং গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চার দিন পর দোকান মালিক মারা গেছেন। সোমবার রাত ১১টার দিকে শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আরিফ হোসেন (২৬) শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালি গ্রামের জজ মিয়ার ছেলে। এ ঘটনায় অভিযুক্ত তোফাজ্জল সরকারসহ তিনজনের নামে শ্রীপুর থানায় মামলা হয়েছে। শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ জানান, গত বৃহস্পতিবার রাতে উপজেলার তেলিহাটি মোড়ে ভাই ভাই ট্রেডার্সে গ্যাস সিলিন্ডার কিনতে আসেন তোফাজ্জল সরকার। দাম বেশি চাওয়া হয়েছে এমন অভিযোগে দোকান মালিক মোজাম্মেলের সঙ্গে তোফাজ্জলের বাকবিতন্ডা হয়। একপর্যায়ে তোফাজ্জলের ভাই মোফাজ্জল ও তাইজু দলবল নিয়ে এসে দোকানে হামলা করে এবং পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। অভিযুক্ত তোফাজ্জল সরকার বলেন, তারা নিজেরা আগুন ধরিয়ে দিয়ে আমাদের নামে মিথ্যা মামলা করেছে।

সর্বশেষ খবর