শনিবার, ৭ আগস্ট, ২০২১ ০০:০০ টা

একের পর এক আক্রান্ত হচ্ছেন চিকিৎসক

কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতাল

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসকদের মধ্যে করোনা আতঙ্ক দেখা দিয়েছে। দায়িত্ব পালন করতে গিয়ে এ হাসপাতালের একের পর এক চিকিৎসক, নার্স ও স্টাফ করোনা আক্রান্ত হচ্ছেন। গত দুই সপ্তাহে ছয়জন ইন্টার্ন চিকিৎসকের করোনা শনাক্ত হয়েছে। চারজনের রয়েছে উপসর্গ। একের পর এক চিকিৎসক করোনা আক্রান্ত হওয়ায় ডাক্তারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কুষ্টিয়া মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক পরিষদ সূত্র জানায়, গত ২৬ জুন কুষ্টিয়া মেডিকেল কলেজের পঞ্চম ব্যাচের ৪৩ জন শিক্ষার্থীর করোনা হাসপাতালে ইন্টার্ন শুরু হয়। তারা বিভিন্ন পালায় কভিড ও ননকভিড রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। কাজে যোগদানের কয়েক দিনের মধ্যেই চলতি মাসের ৭ জুলাই দুজনের করোনা শনাক্ত হয়। ১২ জুলাই আরও দুজন করোনা পজিটিভ হন। ২২ জুলাই এদের মধ্যে তিনজনের রিপোর্ট নেগেটিভ আসে। এর দুদিন পর মামুনুর রশীদ নামের একজন ইন্টার্ন চিকিৎসকের করোনা শনাক্ত হয়। পরদিন চারজন নারী ইন্টার্ন চিকিৎসকের করোনা পজিটিভ হয়। বর্তমানে ছয়জন চিকিৎসক পজিটিভ হয়ে চিকিৎসাধীন। এ ছাড়া চারজন ইন্টার্ন চিকিৎসকের করোনা উপসর্গ দেখা দিয়েছে। তারা হোস্টেলে আইসোলেশনে আছেন। ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, করোনা পজিটিভ হওয়ার পর তাদের চিকিৎসা ব্যয় নিজেদেরই বহন করতে হচ্ছে। প্রতিষ্ঠান বা সরকারিভাবে কোনো সহযোগিতা করা হচ্ছে না। ইন্টার্ন চিকিৎসক পরিষদের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মিফতাহ মালিহা জানান, যারা পজিটিভ হয়েছেন, তারা সবাই মোটামুটি ভালো আছেন।

সর্বশেষ খবর