রবিবার, ১৫ আগস্ট, ২০২১ ০০:০০ টা

কচা সেতুর দুটি গার্ডার পড়ল নদীতে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

উজিরপুর উপজেলার কচা নদীর ওপর নির্মাণাধীন একটি সেতুর দুটি গার্ডার নদীতে পড়ে গেছে। গতকাল দুপুরে এ দুর্ঘটনায় এক নির্মাণশ্রমিক আহত হন। তবে, এটি দুর্ঘটনা দাবি করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান ওটিবিএল কর্তৃপক্ষ। এ ব্যাপারে বরিশাল স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগের নির্বাহী প্রকৌশলী শরীফ মো. জামাল উদ্দিন বলেন, নদীতে পড়ে যাওয়া গার্ডার দুটি রিজেক্ট করে সেখানে নতুন গার্ডার নির্মাণে ওটিবিএলকে নির্দেশ দেওয়া হয়েছে।

জানা যায়, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি উজিরপুরের সাতলা চৌমোহনী পয়েন্টে কচা নদীর ওপর ৪০৫ মিটার দীর্ঘ একটি পিসি গার্ডার সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওটিবিএল এটি নির্মাণের দায়িত্ব পায়। এ বছর সেতুটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার কথা রয়েছে। ওটিবিএলের প্রকল্প ব্যবস্থাপক মনিরুল ইসলাম বলেন, সেতুর মাঝবরাবর ক্রেনের মাধ্যমে একটি গার্ডার সরাতে গিয়ে যান্ত্রিক ত্রুটির কারণে দুটি গার্ডার নদীতে পড়ে যায়। এটি নিছক দুর্ঘটনা।

সর্বশেষ খবর