বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

অস্থির কুষ্টিয়ার নিত্যপণ্যের বাজার

কুষ্টিয়া প্রতিনিধি

অস্থির কুষ্টিয়ার নিত্যপণ্যের বাজার

অস্থির কুষ্টিয়ার নিত্যপণ্যের বাজারে। গতকাল থেকেই হঠাৎ করেই চিনি, আটা, সোয়াবিন, কালাইয়ের ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে গেছে। এর মধ্যে গত এক সপ্তাহের ব্যবধানে চিনির দাম কেজি প্রতি ৮ টাকা, খোলা সোয়াবিন তেলের দাম লিটারে ৬ টাকা, আটা ও ময়দার দাম কেজি প্রতি ৬ টাকা, কালাইয়ের ডাল ৬ টাকা এবং এ্যাংকর ডাল কেজি প্রতি ৫ টাকা বৃদ্ধি পেয়েছে। বাজরে হঠাৎ করে নিত্যপ্রয়োজনীয় এসব জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার কোনো যৌক্তিক কারণ খুঁজে পাচ্ছেন না ক্রেতারা। চিনি, তেল, আটা, ডালসহ প্রয়োজনীয় এসব জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের নাভিশ্বাস উঠেছে। ক্রেতাদের অভিযোগ প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের মনিটরিং ব্যবস্থা না থাকার কারণেই কুষ্টিয়ার বাজারে নিত্যপ্রয়োজনীয় এসব জিনিসপত্রের দাম দফায় দফায় বৃদ্ধি পেয়ে ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। সরেজমিন কুষ্টিয়া শহরের পৌর বাজার এবং বড় বাজার ঘুরে দেখা গেছে এক সপ্তাহ আগে বাজারে লুজ সোয়াবিন তেল ১৩০ টাকায় প্রতি লিটার বিক্রি হয়েছে। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই সোয়াবিন তেল এখন ১৩৬ টাকা ১ লিটার বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি দাম বেড়েছে চিনির। দাম বৃদ্ধির কারণে ক্রেতা সাধারণের কাছে এখন চিনির মিষ্টি স্বাদ অনেকটাই যেন নোনতা স্বাদে পরিণত হয়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে বাজারে চিনির দাম কেজি প্রতি প্রায় ১০ টাকা বেড়েছে। আগে চিনির কেজি ছিল ৭০ টাকা। এখন সেখানে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আটা ও ময়দা ২৪ টাকা কেজির পরিবর্তে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম বেড়েছে কালাই এবং এ্যাংকর ডালেরও।

সর্বশেষ খবর