বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

অসুস্থ মুক্তিযোদ্ধার পাশে ইউএনও

বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান (৭৮) স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর পক্ষাঘাত রোগে বিছানায় পড়ে আছেন। আর্থিকভাবেও অনটনে আছেন তিনি। তাঁর দুর্দশার কথা শুনে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী  কর্মকর্তা (ইউএনও) আরিফা জহুরা গত সোমবার সন্ধ্যায় মুক্তিযোদ্ধার বাড়ি সিদ্ধিরগঞ্জের গোদনাইলে ছুটে যান। অসুস্থ মোখলেছুর রহমানের শরীরিক খোঁজখবর নেন, করেন অর্থ সহায়তা। এ ছাড়া চলাফেরার জন্য একটি  হুইল চেয়ার দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান বলেন, ‘চিকিৎসার জন্য অর্থ সহায়তা এবং হুইল চেয়ার প্রদানের প্রতিশ্রুতি দেওয়ায় ইউএনওকে ধন্যবাদ।’ ইউএনও আরিফা জহুরা বলেন, ‘জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমানের নির্দেশ রয়েছে অসহায় মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়ানোর।’

-সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

 

দুই সোনার দোকানে ডাকাতি

গ্রেফতার পাঁচজনের স্বীকারোক্তি, রিমান্ডে

মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের চিতলিয়া বাজারে সোনার দোকানে ডাকাতির ঘটনায় গ্রেফতার নয়জনের মধ্যে চারজনকে রিমান্ডে পাঠিয়েছে আদালত। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকি গতকাল রিমান্ড শুনানি শেষে তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। অপর পাঁচজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। রিমান্ড পাওয়া চার ডাকাত সদস্য হলো- সাব্বির, মোহাম্মদ আলী, আনোয়ার হোসেন ও সুরুজ হাওলাদার। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আরিফ হাওলাদার, বিল্লাল মোল্লা, ফারুক খাঁ, আফজাল হোসেন ও আক্তার হোসেন।

-মুন্সীগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর